২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


তুরস্কে পার্লামেন্টের রেস্তোরাঁ থেকে ইসরাইল সমর্থিত পণ্য সরানোর নির্দেশ

তুরস্কে পার্লামেন্টের রেস্তোরাঁ থেকে ইসরাইল সমর্থিত পণ্য সরানোর নির্দেশ - ছবি : সংগৃহীত

গাজায় চলমান সঙ্ঘাতের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থনের অভিযোগে পার্লামেন্টের রেস্তোরাঁ থেকে কোকাকোলা ও নেসলের মতো ব্র্যান্ডের পণ্যগুলো সরানোর নিদের্শ দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার পার্লামেন্টের এক বিবৃতি এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলকে সমর্থনকারী সংস্থাগুলোর পণ্য পার্লামেন্ট ক্যাম্পাসের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চা হাউসে বিক্রি করা হবে না।’

পার্লামেন্টের স্পিকার নোমান কুরতুলমাস এই সিদ্ধান্ত নিলেও বিবৃতিতে কোম্পানিগুলোর পরিচয় জানানো হয়নি।

একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র কোকাকোলা পানীয় এবং নেসলে ইনস্ট্যান্ট কফিই বাদ দেয়া হয়েছে।

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

সম্প্রতি তুর্কি অ্যাক্টিভিস্টদের ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে উভয় কোম্পানির নাম রয়েছে এবং পাশ্চাত্যের কোম্পানিগুলোকে তারা ইসরাইল সমর্থক হিসেবে দেখেছে।
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement