২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইস্তাম্বুল বিস্ফোরণ : রোমহর্ষক বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী

ইস্তাম্বুল বিস্ফোরণ : রোমহর্ষক বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী - ছবি : সংগৃহীত

ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকেল ৪টার দিকে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮১ জন। ঘটনার সময় ওই স্থানেই ছিলেন মাসিমো ডি এনজেলো নামে ইতালিয়ান এক শিক্ষার্থী। নিরাপদ স্থানে পৌঁছে তিনি ওই বোমা বিস্ফোরণের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

তিনি বলেন, শত শত না হাজার হাজার মানুষ ইস্তাম্বুলের ব্যস্ততম রাস্তায় বোমা বিস্ফোরণের পর চিৎকার দিয়ে ছুটাছুটি শুরু করেন।

বিস্ফোরণের পর সাংবাদ মাধ্যম মিরর-এর সাথে কথা বলেন ৩০ বছয় বয়সী মাসিমো ডি এনজেলো। তিনি জীবিত ফেরায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে বোমা বিস্ফোরণে সময় তিনি সেখান দিয়েই হাঁটছিলেন।

লাফবরো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষাথী মাসিমো বলেন, শরতের উজ্জল দিন ‘একটি দুঃস্বপ্নে পরিণত হলো।’

এনজেলো বলেন, ‘আমি, আমার সহকর্মী এবং সহপাঠীদের সাথে একটি জাদুঘরে ছিলাম। সেখান থেকে কফি পান করার সিদ্ধান্তে বের হই। আমরা তাকসিম এলাকা থেকে গালাটার দিকে যাওয়ার জন্য ইস্তিকলাল পার হচ্ছিলাম।’

তিনি বলেন, ‘হটাৎ আমরা বুম, বুম শব্দ শুনতে পেলাম এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আমি মনে করি, কী হতে যাচ্ছে তা বুঝার জন্য প্রত্যেকে মাত্র কয়েক সেকেন্ড সময় পেয়েছিল। আমি মনে করছিলাম, এটি কি গণ শুটিং?’

’তারপর আমি একটা গন্ধ পাই, যা বারুদের মনে হচ্ছিল। এটা এমন ছিল, যেন কিছু পুড়ে যাচ্ছে কিন্তু সত্যি এটা খুব অদ্ভুত ছিল। সত্যি, সে গন্ধটা এখনো আমার মনে পড়ছে। তারপর আমি দেখতে পাই, শত শত না হাজার হাজার মানুষ চিৎকার দিয়ে ছুটাছুটি করছে।’

তিনি বলেন, ‘তারপর আর কিছুই আমার মনে পড়ছে না। আমি চারপাশে অস্পষ্ট দেখছিলাম। আমি পানির দিকে দৌড়াচ্ছিলাম। কারণ, আমার মনে হচ্ছিল শুধু এটাই নিরাপদ।’
সূত্র : দি মিরর


আরো সংবাদ



premium cement