২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


যৌথ সামরিক মহড়ায় তুর্কি ও আজারবাইজানি সেনারা

কৌশলগত সামরিক অনুশীলনে তুরস্ক ও আজারবাইজানের বিশেষ বাহিনী - ছবি : আনাদোলু এজেন্সি

আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা আজারবাইজানের ভূখণ্ড লাচিনে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে তুর্কি ও আজারবাইজানি সেনারা। শনিবার এ যৌথ সামরিক মহড়াটি শেষ হয় বলে এক বিবৃতিতে জানায় আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সরাসরি বিভিন্ন আগ্নেয়াস্ত্র পরিচালনার এ কৌশলগত সামরিক অনুশীলনে তুরস্ক ও আজারবাইজানের বিশেষ বাহিনী দুর্গম এলাকায় (কল্পিত) শত্রুর বাহিনীর শক্তি নির্ণয়ের কাজটি সঠিকভাবে সম্পন্ন করেন। ওই দু’বাহিনী রাস্তার ধারে হঠাৎ আক্রমণ করার কৌশল, শত্রু সনাক্ত করা ও হত্যা করার অনুশীলন করে। ওই যৌথ সামরিক মহড়ায় এ এলাকায় নাশকতা পরিচালনাকারী সংগঠনগুলোকে কিভাবে ধ্বংস করতে হবে, কোন পদ্ধতিতে গোপনে (কল্পিত) শত্রুর বিরুদ্ধে অভিযান করতে হবে এবং কেমন করে বিভিন্ন বাধা অতিক্রম করতে হবে তার অনুশীলন করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়া তুর্কি ও আজারবাইজানি সেনারা তাদের ওপর আরোপিত সকল কাজ সুষ্ঠুভাবে ও সফলতার সাথে সম্পন্ন করেছেন। এ সামরিক মহড়ার সময় দু’দেশের সেনাবাহিনীর পেশাদারিত্বেরও প্রশংসা করা হয়েছে।

তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার সামরিক সহযোগিতামূলক চুক্তির আলোকে এ যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
জর্ডান ও ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০ নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয় হাম্বানতোতা বিমানবন্দরের ‘দখল’ ভারত ও রাশিয়ার!

সকল