২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভূমধ্যসাগরে তুরস্কের সামরিক মহড়া, গ্রিসের সাথে উত্তেজনা চরমে

- ছবি : সংগৃহীত

গ্রিসের সাথে চরম উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে তুর্কি সাইপ্রাসের সাথে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী।

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করলে দুই ন্যাটোভুক্ত দেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়।

এই উত্তেজনার মধ্যেই তুর্কি সেনাবাহিনী “মেডিটেরিয়ান স্টর্ম” নামে সামরিক মহড়া শুরু করেছে বলে জানায় তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই।

ওকতাই টুইটারে জানান, পূর্ব ভূমধ্যসাগরে কূটনৈতিক সমাধানের পাশাপাশি তুরস্ক ও টিআরএনসি’র (তার্কিশ রিপাবলিক অব নর্দান সাইপ্রাস) নিরাপত্তা অপরিহার্য।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বৃহস্পতিবার পর্যন্ত “সফলভাবে” সামরিক মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

সাইপ্রাস দ্বীপটি মূলত দুই ভাগে বিভক্ত। যার একটি গ্রিক সাইপ্রাস যা দক্ষিণ সাইপ্রাস নামেও পরিচিত এটি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ। আর অপর অংশ উত্তর সাইপ্রাস যা তুর্কি সাইপ্রাস নামে পরিচিত।

গতকাল রোববার তুরস্কের প্রেসিডেন্ট রচব তাইয়েব এরদোগান এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল পূর্ব ভূমধ্যসাগরের অবস্থার উন্নয়নে টেলিফোনে আলোচনা করেছেন। আল জাজিরা


আরো সংবাদ



premium cement