০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে এরদোগানের হুঙ্কার 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বুধবার তাকে আক্রমণ করে সামাজিক মাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার এবং জেরুসালেমের মর্যাদার জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

‘মুসলমানদের অত্যাচার বন্ধ করার পরিবর্তে ইসরাইলের প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে ভোট বাড়াতে আমাকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন। আমরা সামাজিক মাধ্যমে মিথ্যাচারকারীদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না।’ নেতানিয়াহুকে ‘শিশুদের হত্যাকারী’ ও ‘নির্যাতনকারী’ আখ্যায়িত করে আঙ্কারার পারসাকলার জেলার একটি নির্বাচনী সমাবেশে এরদোগান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের অধিকার ও জেরুসালেমের মর্যাদার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।

বেশ কিছুদিন দিন ধরে তুরস্ক ও ইসরাইলের নেতাদের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। মঙ্গলবার এরদোগানকে ‘স্বৈরশাসক’ হিসাবে অভিহিত করে সরকারি টুইটার একাউন্টে নেতানিয়াহুর দেয়া একটি পোস্টের পর সেই তিক্ততা আবারও বেড়ে গিয়েছে। উভয় দেশই ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। তুরস্কের প্রদেশগুলোতে স্থানীয় নির্বাচন ৩১ মার্চ এবং ইসরাইলের সাধারণ নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুধবার তুর্কি নেতাকে লক্ষ্য করে ইসরাইলের প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

নেতানিয়াহুর মন্তব্যের জবাবে টুইটারে ফাহরেটিন আলতুন টুইটারে বলেন, ‘তিনি বার বার একই ধরণের কাজ করছেন এবং ভিন্ন ভিন্ন ফলাফল আশা করছে।’

বুধবার প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালীন বলেন, আরব ও মুসলমানদের প্রতি ইসরাইলি নেতাদের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সমালোচনা করার কারণে এরদোগানকে আক্রমণ করেছেন নেতানিয়াহু। অথচ বর্ণবাদী রাষ্ট্রটি ফিলিস্তিনিদের ভূমি দখল করে, নারী ও শিশুকে হত্যা করে এবং ফিলিস্তিনিদেরকে তাদের নিজের দেশে বন্দী করে। মিথ্যাচার ও চাপ প্রয়োগ করে আপনার অপরাধ গোপন করা যাবে না।’


আরো সংবাদ



premium cement
গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থার প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সকল