২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


উইম্বলডনে এখনো জকোভিচ ফেবারিট : আলকারাজ

- ছবি - ইন্টারনেট

কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশীপের ফাইনালে রোববার এ্যালেক্স ডি মিনরকে ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে ঘাসের কোর্টের প্রথম শিরোপা জয় করেছেন কার্লোস আলকারাজ। আর এই শিরোপা জয়ের পর বিশ্বের নতুন নাম্বার ওয়ান এই খেলোয়াড় জানিয়েছেন উইম্বলডন জয়ের দক্ষতা তার আছে।

স্প্যানিশ এই তরুণ এ নিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জয় করলেন। যার মাধ্যমে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ফিরেছেন। কিন্তু শিরোপা জয়ের পর তিনি বলেছেন, আগামী মাস থেকে শুরু হওয়া উইম্বলডনে এখনো নোভাক জকোভিচ ফেবারিট। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে ক্যারিয়ারের অষ্টম শিরোপার লক্ষ্যে জকোভিচ উইম্বলডনে খেলতে নামবেন।

এদিকে এ নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ঘাসের টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন আলকারাজ। কুইন্সে পুরো সপ্তাহ জুড়েই তিনি নিজেকে দুর্দান্ত ভাবে প্রমাণ করেছেন। অথচ প্রথম রাউন্ডে ফরাসি আর্থার রিন্ডারনেখের বিরুদ্ধে প্রায় হেরেই বসেছিলেন। পরের চার ম্যাচ অবশ্য কোনো সেটে না হেরে সহজেই উতরে যান ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ। প্রথমবারের মত উইম্বলডনের চতুর্থ রাউন্ডের পরেও নিজেকে নিয়ে যাবার ব্যপারে আত্মবিশ্বাস কুইন্স থেকে নিয়ে নিয়েছেন তিনি।

এ সম্পর্কে আলকারাজ বলেন, ‘উইম্বলডনে এগিয়ে যাওয়ার ব্যপারে আমি বেশ আত্মবিশ্বাসী। সর্বোচ্চ পর্যায়ে খেলার মাধ্যমে আমি সপ্তাহটা শেষ করেছি। সে কারণেই উইম্বলডনের অন্যতম একজন ফেবারিট হিসেবে আমি নিজেকে দাবি করতেই পারি। কিন্তু আমার এখনো এই ধরনের কোর্টে আরো অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে। উইম্বলডনে জয়ের ক্ষেত্রে নোভাকই মূল ফেবারিট। কিন্তু আমিও এই পর্যায়ে এসে তাকে পরাজিত করার কিংবা ফাইনালে খেলার চেষ্টা করব। পরিসংখ্যানে দেখেছি উইম্বলডনে শীর্ষ ২০ খেলোয়াড় মিলে যা করেছে তার থেকে অনেক বেশি ম্যাচ জিতেছেন নোভাক। সে কারণে বলতেই হয় নোভাকই ফেবারিট।’

২০১৩ সালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের কাছে ফাইনালে পরাজয়ের পর ১০ বছর পর্যন্ত সেন্টার কোর্টে পরাজিত হননি জকোভিচ। কিন্তু আলকারাজ আশা করেন ফাইনালে শীর্ষ দুই খেলোয়াড়েরই খেলা উচিৎ এবং সমর্থকরা অবশ্যই তাকেই সমর্থন করবেন।

আলকারাজ বলেন, ‘আমি দেখেছি জকোভিচ ২০১৩ সালের পর থেকে কখনই সেন্টার কোর্টে পরাজিত হয়নি। মারের কাছে পরাজয়ের পর সেন্টার কোর্টে সে কোনো ম্যাচ হারেনি যা সত্যিই অভাবনীয়। কিন্তু এই পরিসংখ্যান বদলে দেয়ার ব্যপারে আমি আশাবাদী আর আমি জানি সে সময় সমর্থকরাও আমার সাথেই থাকবেন।’


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল