২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুই ভাইয়ের লড়াই

দুই ভাইয়ের লড়াই - ছবি : সংগৃহীত

ফুটবল কিংবা ক্রিকেট, দুই ভাইয়ের একই দলে খেলার নজির আছে। সেটা দেশে কিংবা আন্তর্জাতিক পরিমন্ডলে। আবার এমনও হয়েছে দুই ভাই দুই দলে, লড়ছে প্রাণপণে। ম্যাচ শেষে এক ভাইয়ের জয়, আরেক ভাইয়ের হার।

এমনটিই দেখা গেল চলমান নবম বাংলাদেশ গেমসে। সেটা অবশ্য দলগত ইভেন্ট নয়, টেনিস একক। সে কারণেই আলোচনায় মাদারীপুরের দুই ভাই রুবেল ও রানা।

রাজশাহীতে লন টেনিসে দুই ভাইয়ের লড়াই দেখল সবাই মঙ্গলবার। যেখানে শেষ হাসি হেসেছে বড় ভাই রুবেল। এই জয়ে সেমির খেলা নিশ্চিত করেছেন রুবেল। অন্য তিন সেমিফাইনালিস্ট রাজশাহীর ইমন, ঢাকার কাওসার ও বিপ্লব।

মঙ্গলবার অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় মাদারীপুর জেলার দুই ভাই রুবেল ও রানা। বড় বলেই শক্তি আর কৌশলে এগিয়ে ছিলেন রুবেল। মাঝে মধ্যে লড়াকু কিছু শট খেললেও কুলিয়ে উঠতে পারেননি ছোট ভাই রানা। ফলে বড় ভাইয়ের কাছে তাকে হারতে হয় সরাসরি সেটে, ৬-২, ৬-৩।

বুধবার সেমিফাইনালের ম্যাচ খেলতে নামবেন রুবেল। যেখানে তার প্রতিপক্ষ জাতীয় টেনিস কমপ্লেক্সের খেলোয়াড় কাওসার।


আরো সংবাদ



premium cement