২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফেদেরারকে স্পর্শ করতে পারবেন নাদাল?

ফেদেরারকে স্পর্শ করতে পারবেন নাদাল? - ছবি : সংগৃহীত

এবার হয়তো হয়েও যেতে পারে। কারণ নিজ ঘরে টুর্নামেন্ট। রোলাঁ গারোঁ মানেই নাদালের আধিপত্য। আর মাত্র দুটি ধাপ। আর তাতেই পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন ফ্রেঞ্চ টেনিস তারকা নাদাল। সে লক্ষ্যে ভালোমতোই আগাচ্ছেন তিনি। ইতোমধ্যে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন নাদাল।

বুধবার কোয়ার্টার ফাইনালে নাদাল পরাস্ত করেছেন ইতালির ইয়ানিক সিনারকে। যদিও প্রথম সেটটি গড়িয়েছিল টাইব্রেকারে। কিন্তু শেষ পর্যন্ত জয় আসে নাদালের। পরের দুটি সেট অনায়াসেই পার করেন তিনি। ফলে তিন সেটে নাদালের জয় ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে।

ফরাসি ওপেনে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল সেমিতে মোকাবিলা করবেন আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমান। আর্জেন্টাইন প্রতিপক্ষ আতঙ্ক ছড়াচ্ছেন পুরোদমে। কারণ গত মাসে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে শয়ার্টসমানের কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাদাল। তবে পরিসংখ্যান আবার আশ^স্ত করছে নাদালকে। কারণ ফরাসি ওপেনে সেমিফাইনালে উঠে কখনো হারেননি তিনি। সেই হিসাবে ফাইনালটা নাদালের জন্য এক প্রকার তুলে রাখাটাই অনুমেয়।

তবে মাঝে মধ্যে পরিসংখ্যান লিপিবদ্ধ থাকে শুধু বইয়েই। আর্জেন্টাইন শয়ার্টসমান যেভাবে সেমিতে উঠে এসেছেন, সে চিত্র বেশ বিস্ময়করই। কোয়ার্টার ফাইনালে এই আর্জেন্টাইন হারিয়েছেন অস্ট্রেয়িার ডমিনিক টিমকে। দুজনের লড়াই হয়েছিল প্রায় পাঁচ ঘন্টারও বেশি। শেষ পর্যন্ত শয়ার্টসমান শেষ হাসি হাসে ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫), ৬-২ গেমে জিতে। পাঁচ সেটের তিনটিই গড়িয়েছিলেন টাইব্রেকারে। ফলে ফাইনালে উঠার পথে এই আর্জেন্টাইন নাদালের গলার কাঁটা হয়েও বিঁধতে পারে।


আরো সংবাদ



premium cement
জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক

সকল