২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঘড়ির বিবর্তন

-

১৯০০ সালের আগে বেশির ভাগ ঘড়িই ছিল পকেট ঘড়ি, যা শেকলের মাধ্যমে পকেটের সাথে আটকে রাখা হতো। ১৫২৪ সালে পিটার হেনেলিন প্রথম পকেট ঘড়ি তৈরি করেছিলেন। ১৯৭০ আগে সমস্ত ঘড়িতে একটি ঘূর্ণায়মান ঘণ্টার কাঁটা এবং একটি দীর্ঘতর মিনিট কাঁটার সাথে একটি নম্বরযুক্ত ডায়াল ছিল। ১৯৭০ থেকে ডিজিটাল ঘড়ি বাজারে আসে। এতে ডায়ালে কাঁটার পরিবর্তে ডিজিটালভাবে সময় দেখানো হয়। পরবর্তীতে ধাপে ধাপে ঘড়িতে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। আর তাই এখন সাধারণ ঘড়ি শুধু সময়, তারিখ প্রদর্শনেই সীমাবদ্ধ নয়; স্মার্টঘড়ি যেন হাতে বাঁধা স্মার্টফোন! সময় প্রদর্শনের পাশাপাশি স্মার্টঘড়িতে ফোনকল, মেসেজ, ই-মেইল, ফেসবুক, টুইটার ব্যবহারের সুবিধা রয়েছে। জানা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসও। সমর্থন করছে নানা ধরনের অ্যাপ্লিকেশন। থাকছে ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। হ


আরো সংবাদ



premium cement