২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৬৩

বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় : জনসংখ্যা
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : জনসংখ্যা’ থেকে আরো ১টি অল্প কথায় উত্তর দাও ও ১১টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন : জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লিখ।
উত্তর : জনসংখ্যা সমস্যার সমাধানে যে তিনটি কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো Ñ
র. খাদ্য : খাদ্য অর্থাৎ কৃষি উৎপাদন বাড়াতে হবে।
রর. বাসস্থান : গৃহ নির্মাণে সরকারি সহায়তা বাড়াতে হবে।
ররর. শিক্ষা : সাক্ষরতা এবং শিক্ষার মান বাড়াতে শিশুদের উৎসাহিত করতে হবে, যাতে দক্ষ জনশক্তি হিসেবে তাদের কর্মসংস্থান হয়।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
উত্তর : মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছেÑ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
প্রশ্ন : আমাদের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ হয় না কেন?
উত্তর : দেশের জনসংখ্যা বেশি বলে আমাদের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ হয় না।
প্রশ্ন : দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব কিভাবে?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব।
প্রশ্ন : দক্ষ জনশক্তি দিয়ে কিভাবে বৈদেশিক মুদ্রা আয় করা যায়?
উত্তর : দক্ষ জনশক্তি রফতানির মাধ্যমে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে।
প্রশ্ন : বাংলাদেশে কতজনের জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছে?
উত্তর : বাংলাদেশে ৪০৪৩ জন লোকের জন্য একজন চিকিৎসক রয়েছে।
প্রশ্ন : কিভাবে জনগণের জীবনযাত্রার মান নির্ধারিত হয়?
উত্তর : খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা মিলিয়ে দেশের জনগণের জীবনযাত্রার মান নির্ধারিত হয়।
প্রশ্ন : জনসম্পদ কাকে বলে?
উত্তর : কোনো দেশের শ্রমশক্তিকে ওই দেশের জনসম্পদ বলে।
প্রশ্ন : বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ কী?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যা।
প্রশ্ন : কোনটির সঙ্কট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়?
উত্তর : খাদ্য ও পানীয় জলের সঙ্কট।
প্রশ্ন : অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতি বছর কোথা থেকে খাদ্য আমদানি করতে হয়?
উত্তর : বিদেশ থেকে।
প্রশ্ন : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কী কমে যাচ্ছে?
উত্তর : কৃষি জমির পরিমাণ।

 


আরো সংবাদ



premium cement