০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সিলেটে ছেলের হাতে বাবা খুন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্রে করে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাধু পাত্র (৬০)।

গ্রেফতার ছেলে চৈতন্য পাত্রকে (২২) রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন এসে আহতবস্থায় সাধু পাত্রকে উদ্ধার করে এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে অভিযুক্ত ছেলে চৈতন্য পাত্র ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তবে শেষ রক্ষ হয়নি। পুলিশ
কালেশ্বর চিকনাগুল পাহাড়ে রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।


আরো সংবাদ



premium cement