০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


হবিগঞ্জে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মৃত্যু। - প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রান্নাঘরে রাখা কীটনাশক খেয়ে মোবারক হোসেন (৩) ও আলী নুর হোসেন (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।


মোবারক ও আলী নুর বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।

সূত্র জানায়, বাসার রান্না ঘরে আপন দু‘ভাই খেলা করার সময় ঝুঁড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। পরে তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোবারকে মৃত বলে ঘোষণা করেন। অন্য ভাই নুর চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পরে মারা যায়।

মৃত শিশুদের বাবা আক্তার হোসেন বলেন, রান্নাঘরের মসলার ঝুঁড়িতে কীটনাশক রাখা ছিল। সেখান থেকে সকালে কেউ বের করে ভুলবশত নিচে রেখে দেয়। শিশুরা রান্নাঘরে খেলার ছলে কীটনাশক খেয়ে ফেলে। এরপর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মোবারক ও চিকিৎসাধীন অবস্থায় নুরের মৃত্যু হয়।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইউসুফ আলী দু‘শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হাসপাতালে দুটি শিশু মারা গেছে বলে শুনেছি। তবে কী কারণে বা কী ভাবে মারা গেছে বিষয়টি স্পষ্ট করে কিছু বলতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার ‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা’ অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত নানামুখী চাপে বাংলাদেশের গণমাধ্যম দুর্নীতির দায়ে ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ থমাস বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর : জাতিসঙ্ঘ

সকল