০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সীরাতুন্নবী : বিশ্বনবীর জীবনাদর্শেই সম্ভব শান্তি ও সুশাসন

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ -

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী মোহাম্মদ সা: হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমতস্বরূপ। তিনি মুসলিম উম্মাহর জীবন পরিচালনার সর্বোত্তম আদর্শ।

তিনি বলেছেন, মানবজাতিকে নেতৃত্ব দিতে দুনিয়াব্যাপী নানা পথ-মতের আভির্ভাব ঘটেছে। কিন্তু কোন মতাদর্শই মানুষের মুক্তি নিশ্চিত করতে পারেনি। কিন্তু মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন ও নবীর সা: সুন্নাহ আজো আমাদের মাঝে অক্ষত রয়েছে। কুরআন ও বিশ্বনবীর সা: আদর্শকে সঠিকভাবে অনুসরণ করার মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের সাফল্য।

আইন পেশার সাথে জড়িতরা নবীর সা: জীবনাদর্শ অনুকরণের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি আরো বলেন, কোন মুসলমান মূর্তি ভাঙ্গতে পারে না। মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা এই ঘৃণ্য কাজ করেছে তারা মানবতার দুশমন।

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

অনুষ্ঠানে সিলেট জেলা বারে সদ্য যোগদানকৃত সকল নবীন আইনজীবীদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। নবীন আইনজীবীদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টিক ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সিনিয়র আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলার বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান, জেলা বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিক, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট দিলওয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা ডলি, জেলা বারের যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মকসুদ আহমদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট কাউসার আহমদ, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট খালেদ জুবায়ের, যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট সালমান আহমদ, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাবানা ইসলাম, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ : ইসি সচিব আদালতে উত্তেজনাপূর্ণ দিনে মুখোমুখি ট্রাম্প ও সাবেক পর্ন তারকা হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন মির্জা ফখরুল সোনাগাজীর সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে তরুণীর ভ্রুণ হত্যা মামলা : ছাত্রলীগ নেতা গ্রেফতার সাংবাদিক নাদিম হত্যা : আসামি বাবুর জামিন প্রশ্নে হাইকোর্টের রুল সারাদেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোটারের ভোট নিজে দিয়ে দেয়ায় পোলিং অফিসারকে প্রত্যাহার ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে : রিজভী বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত

সকল