০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৫

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৫ -

সিলেটের গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহীবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী যাত্রীবাহী বাস সিলেট ব ১১-৩০৫৫ ও সিলেটগামী একটি সিএনজি অটোরিক্সা সিলেট থ ১১-৪১৫৩ সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের পাশে আসামাত্র বাস ও অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিক্সার চালকসহ যাত্রীগণ গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় ছিটিয়ে পড়লে স্থানীয়রা আহতদের গুরুত্বর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান ৩ জন যাত্রী। অপর ২ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরেই মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন ফুলবাড়ি ইউনিয়নের মরহুম আজমল আলীর ছেলে লাল মিয়া (২৮), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মরহুম আব্দুল করিমের ছেলে সিএনজি অটোরিক্সা চালক বাহার উদ্দিন (৪০), জাকারিয়া আহমদ (৩২) অজ্ঞাত যাত্রীর বয়স ১২ ও অপর ব্যক্তির বয়স ৪৫ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর ২ জনের পরিচয় জানা যায়নি এবং যাত্রীবাহী ঘাতক বাসের চালকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর পরই ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন)  মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি দুর্ঘটনায় যাত্রী মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ রাফাহ আক্রমণের ক্ষয়ক্ষতি হবে ‘গ্রহণযোগ্যতার বাইরে’ : এন্টনি ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ১৫ জনের প্রাণহানি ব্রাজিলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা : জাতিসঙ্ঘ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে

সকল