২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীর দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু

শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীর দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু -

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বাসিন্দা ও বাহুবলের ব্যবসায়ী মো: আব্দুল বারিক ইউসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মৃত্যুবরণ করেছেন। মৃত আব্দুল বারিক মিরপুর নতুন বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বাহুবলের বিহারীপুর গ্রামের মৃত আলিম উল্লার ছেলে। তার পরিবার বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজ গ্রামে বসবাস করেছেন।

মো: আব্দুল বারিক ১৩ জুলাই সোমবার দক্ষিণ আফ্রিকার রাজধানী ক্যাপটাউনে শ্বাসকষ্ট ও সর্দি জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ দেশে না পাঠিয়ে পুলিশ প্রহরায় দক্ষিণ আফ্রিকায় দাফন করা হয়েছে। বিষয়টি তার পারিবারের সদস্যরা নিশ্চিত করেন।

তিনি মিরপুর নতুন বাজারে শাহজালাল রাইস মিলের মালিক ছিলেন। জীবিকার তাগিদে ২০০৯ সালে স্ত্রী দুই পুত্র এক কন্যাকে শায়েস্তাগঞ্জ ভাড়া বাসায় রেখে দক্ষিণ আফ্রিকা চলে যান। দুই বছর আগে শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকায় জায়গা কিনে বাড়ি তৈরি করেন। বর্তমানে তার স্ত্রী সন্তানরা এখানেই বসবাস করছেন।


আরো সংবাদ



premium cement