০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


তাহিরপুরে মাহারাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় কিবরিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাহারামা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্নাসন সিংহ এ জরিমানা আদায় করেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারের পশ্চিম পাশে মাহারাম নদী থেকে অবৈধ বালু উত্তোলনের করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে কয়েকটি নৌকা আটক করে তাহিরপুর থানার নিয়ে আসে। আটককৃতদের ছাড়িয়ে নিতে নৌকার মালিক কিবরিয়া নামে এক ব্যক্তি এলে বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সামনে উপস্থিত হলে তিনি অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলী, তাহিরপুর থানার এসআই দীপঙ্কর দাশসহ অন্যা পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্নাসন সিংহ জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, এই উপজেলায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মকারী যত বড় শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না।


আরো সংবাদ



premium cement