০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সড়ক দুর্ঘটনায় সহপাঠী সুমনের মৃত্যুর প্রতিবাদ ও ঘাতক চালককে আটকের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের মানববন্ধন - নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম সুমন মিয়া (২০)। সে মৌলভীবাজার সরকারি কলেজের বিএসএস ফাইনাল ইয়ারের ছাত্র এবং কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের বাবুল মিয়ার বড় ছেলে। রোববার দুপুর ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর সংবাদে নিহত কলেজ ছাত্র সুমনের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের স্বজনরা জানিয়েছেন, রোববার সকালে সুমন মিয়া তার বাবা বাবুল মিয়ার সাথে মৌলভীবাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী এলাকায় আসলে বাবা বাবুল মিয়া ছেলে সুমন মিয়াকে জরুরী একটি কাগজ আনতে বাড়িতে পাঠান। সুমন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চৌমুহনী এলাকায় পায়ে হেঁটে পার হচ্ছিল। এ সময় মৌলভীবাজারগামী একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২৬৪৩০) পিছন থেকে তাকে ধাক্কা দেয়।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে সিলেট নিয়ে যাওয়ার পথে আহত সুমনের মৃত্যু হয়।

এদিকে সুমনের মৃত্যুর খবর শুনে পরিবারে সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। শত শত মানুষজন ছুটে আসেন পরিবারকে সান্ত্বনা দিতে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে কলেজ ছাত্র সুমনের মমার্ন্তিক মৃত্যুর খবরে কমলগঞ্জে তার সহপাঠী ও ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে উঠে। নিহত সুমনের হত্যাকারী সিএনজির চালক ও গাড়ি আটকের বিচার চেয়ে বিকাল ৫টায় উপজেলা চৌমুহনীতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল