২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


হঠাৎ বাতিল মোদির ভুটান সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - ফাইল ছবি

হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর বাতিল হলো। বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আচমকাই বাতিল হয়ে গেল ওই সফর। কবে প্রতিবেশী দেশটিতে যাবেন মোদি, সেই নিয়ে এখনো বিস্তারিত খবর মেলেনি। ভুটানে 'চীনা প্রভাব বৃদ্ধির শঙ্কার' মধ্যে সেদেশে মোদির সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছে ভারতীয় কূটনৈতিক মহলে।

কেন হঠাৎ বাতিল হলো প্রধানমন্ত্রীর ভুটান সফর? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। কারণ গত কয়েক দিন ধরেই পারো বিমানবন্দর এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। তাই বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত। কবে প্রতিবেশী দেশে যাবেন মোদি, সেই দিনক্ষণ চূড়ান্ত করতে আপাতত আলোচনা চলছে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে।

মোদির সফর ঘিরে কার্যত সেজে উঠেছিল ভুটান। পথের ধারে মোদিকে স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লাগানো হয়। লোকসভা নির্বাচনের আগে নিজের দ্বিতীয় দফায় সম্ভবত এটাই ছিল মোদির শেষ বিদেশ সফর। উল্লেখ্য, গত সপ্তাহেই ভার‍ত সফরে গিয়েছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নির্বাচনের জয়ের পর সেটাই ছিল তার প্রথম ভারত সফর। ভারতের বন্ধু হিসেবে পরিচিত তোবগে প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।

ভারত-সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের অনুমান ছিল, নির্বাচনে কলকাঠি নেড়ে চীনপন্থী নেতাদের ভুটানের ক্ষমতায় বসাতে পারে বেইজিং। কিন্তু সমস্ত আশঙ্কা নস্যাৎ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তোবগের দল। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে ও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনার জন্য ভুটান সফরে যাবেন মোদি, এমনটাই অনুমান ছিল। লোকসভা ভোটের আগে ভুটানে দাঁড়িয়ে চীনকে উপেক্ষা করার বার্তাও দিতে পারতেন মোদি। কিন্তু আপাতত ওয়াকিবহাল মহলের অনুমান, সম্ভবত লোকসভার আগে আর ভুটান সফরে যাওয়া হচ্ছে না মোদির।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক

সকল