০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা শাহবাজ

হামজা শাহবাজের শপথ পড়ান পাকিস্তান পার্লামেন্টের স্পিকার রাজা পারভেজ আশরাফ - ছবি : সংগৃহীত

লাহোর হাইকোর্টের আদেশ অনুসারে পাকিস্তান পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হামজা শাহবাজ। তিনি পাঞ্জাবের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

হামজা শাহবাজের শপথ পড়ান পাকিস্তান পার্লামেন্টের স্পিকার রাজা পারভেজ আশরাফ। পার্লামেন্টের স্পিকার কর্তৃক শপথ পড়ানোর এ বিষয়টিতে আদেশ দিয়েছিল লাহোর হাইকোর্ট। এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্যও হস্তক্ষেপ করে লাহোরের এ উচ্চ আদালত।

শুক্রবার হামজা শাহবাজ তার শপথ গ্রহণের বিষয়ে তৃতীয়বারের মতো লাহোর হাইকোর্টের শরণাপন্ন হন। এর আগে ১৬ এপ্রিল তারিখে পাঞ্জাব প্রাদেশিক পার্লামেন্টে ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন হামজা শাহবাজ। কিন্তু, হামজা শাহবাজের শপথ গ্রহণের বিষয়টি বিভিন্ন কারণে বিলম্বিত হচ্ছিল।

এদিকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে হামজা শাহবাজ শপথ নেয়ার কিছুক্ষণ আগে উসমান বুজদারের পদত্যাগ বাতিল করেন ওই প্রদেশের গভর্নর উমর চিমা। এ বিষয়ে পাঞ্জাব প্রদেশের গভর্নর উমর চিমা বলেন, কিছু সাংবিধানিক সীমাবদ্ধতা কারণে উসমান বুজদারের পদত্যাগ বাতিল করা হয়েছে।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement