২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইসলামবিদ্বেষ বিরোধী অবস্থানের কারণে ইমরানের প্রশংসায় ইলহান ওমর

ইলহান ওমর ও ইমরান খান (ডানে) - ছবি : সংগৃহীত

ইসলামবিদ্বেষ বিরোধী অবস্থানের কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য ইলহান ওমর। বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বানি গালায় অবস্থিত ইমরান খানের বাড়িতে যেয়ে তার সাথে দেখা করেন ইলহান ওমর। ওই সময় তিনি তার প্রশংসা করেন।

এ বিষয়ে ইমরানের দল পিটিআইয়ের নেত্রী ও পাকিস্তানের সাবেক সাবেক মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারি বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ, ইসলামবিদ্বেষ ও অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছেন ইমরান খান ও ইলহান ওমর। বিশ্বব্যাপী ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ইমরান খানের কাজ ও অবস্থানের প্রশংসা করেছেন ইলহান ওমর। অপরদিকে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ইলহান ওমরের সাহসী ও মৌলিক অবস্থানের জন্য ইমরান খানও তার প্রশংসা করেছেন।

বুধবার সকালে ইলহান ওমর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসেন। মার্কিন কংগ্রেসের এ নারী সদস্যকে বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র দফতরের যুক্তরাষ্ট্র বিষয়ক ডিজি মোহাম্মদ মুদাসির টিপু।

পাকিস্তানে অবস্থানের সময় ইলহান ওমর দেশটির আজাদ কাশ্মির অঞ্চলে যাবেন। ৩৭ বছর বয়সী এ মার্কিন নারী কংগ্রেস সদস্য দেশটির ডেমোক্রেট দল করেন। কংগ্রেসে তিনি মিনেসোটা রাজ্যের প্রতিনিধিত্ব করেন। তিনি সব সময় কাশ্মিরি জনগণের সমর্থনে কথা বলে থাকেন। টুইটারে তিনি ভারত অধিকৃত কাশ্মিরের জনগণের স্বার্থে অনেক পোস্ট দিয়েছেন।

সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল


আরো সংবাদ



premium cement