০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ভারতের উত্তর প্রদেশে সব মাদরাসায় বাধ্যতামূলক জাতীয় সঙ্গীত

ভারতের উত্তর প্রদেশের এক মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা - ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সব মাদরাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মাদরাসা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজ্যের সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমরা চাই, আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধের ভাবধারা জেগে উঠুক। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতের ইতিহাস জানুক মাদ্রাসার শিক্ষার্থীরা। আগামী শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসায় জাতীয় সংগীত বাধ্যতামূলক করা হচ্ছে।’

মাদ্রাসা বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শুধু জাতীয় সংগীত বাধ্যতামূলক করাই নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ মাদরাসা বোর্ড। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাদরাসা শিক্ষার্থীদের উপস্থিতির বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করানো হবে। প্রতিদিন ক্লাস শুরুর আগে উপস্থিতির প্রমাণ হিসাবে বায়োমেট্রিক রেজিস্টার করাতে হবে শিক্ষার্থীদের। সেই বায়োমেট্রির তথ্য আবার লিংক করা হবে আধার কার্ডের (জাতীয় পরিচয়পত্র) সাথে। মূলত শিক্ষার্থীদের গতিবিধির ওপর নজর রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement