২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মেঝে খুঁড়তেই বেরিয়ে এল ঝাঁকে ঝাঁকে বাচ্চা গোখরা?

একে একে পিটিয়ে মারা হয় ৪২টি গোখরা বাচ্চাকে। - ছবি : সংগৃহীত

কথায় বলে, ‘জাত সাপের শেষ রাখতে নেই’। শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার একটি বাড়িতে গোখরার বাসার খোঁজ পেয়ে তাই ‘সময় নষ্ট’ করেননি স্থানীয়দের একাংশ। একে একে বের করে পিটিয়ে মারা হয় ৪২টি গোখরা সাপের বাচ্চাকে। নষ্ট করে ফেলা হয় সেখানে পাওয়া কয়েকটি ডিমও।

স্থানীয় সূত্রের খবর, রায়পুর গ্রামের ওই পুরনো পরিত্যক্ত মাটির বাড়িটি সংস্কারের জন্য মেঝের মাটি কাটছিলেন মালিক আরিফ মিস্ত্রি। সে সময় নজরে আসে সাপের গর্ত। আরিফ বলেন, ‘হঠাৎ দেখি গর্তের মধ্যে থেকে একসাথে অনেকগুলো সাপের বাচ্চা বেরিয়ে আসছে।’

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের কয়েকজন গোখরার বাচ্চাগুলো বের করে লাঠি দিয়ে পিটিয়ে মারেন। ওই মাটির ঘরের মেঝের গর্তে আরো বিষাক্ত সাপ রয়েছে বলে দাবি স্থানীয়দের। আপাতত মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছেন আরিফ।

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বন দফতরে খবর দেয়া হয়েছে। যদিও উত্তর ২৪ পরগনা বনবিভাগ সূত্র বলছে, শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো খবর এসে পৌঁছায়নি।

রাজ্য বন দফতরের এক কর্মকর্তা বলেন, ‘গোখরা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২ নম্বর তফসিলভুক্ত সংরক্ষিত প্রজাতি। তাদের মারা বা ধরা দণ্ডনীয় অপরাধ।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত বিচারকের আসনে জয় চৌধুরী হামাস ও ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করছে চীন গফরগাঁওয়ে রাজিব হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আটক টিভিতে বিব্রতকর সাক্ষাৎকারের পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা শ্বশুরের ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সকল