২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তালিবান অগ্রাভিযান থামাতে আফগানিস্তানে রাতে কারফিউ 

চেক পোস্টে পাহারারত আফগান পুলিশ বাহিনীর সদস্য - ছবি : ভোয়া

তালিবান অগ্রাভিযান থামাতে আফগানিস্তানে রাতে অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি জারি করেছে আফগান কর্তৃপক্ষ। তালেবান অগ্রাভিযান থামাতে হিমশিম খেতে থাকার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে সরকারি বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান গ্ৰুপটি দ্রুত যুদ্ধক্ষেত্রে সফল্য লাভ করছে। তারা প্রায় ৩৪টি প্রদেশের রাজধানী ও দেশের রাজধানী কাবুলের কাছে এসে পৌঁছেছে। আফগান স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান, সকল প্রদেশে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কারফিউ'র আওতায় থাকবে না শুধুমাত্র কাবুল, নানগর্হার ও পাঞ্জশির প্রদেশ।

মুখপাত্র আহমেদ জিয়া জিয়া বলেন, গ্ৰুপটি সাধারণত রাতের শেষ ভাগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তাই সহিংসতা এড়াতে জনগণের রাত্রিকালীন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে।

মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী প্রত্যাহার শুরু করলে, তালিবান ব্যাপক অভিযান শুরু করে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement