২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনা সংক্রমণের জেরে ভারতে ৩১ মে পর্যন্ত স্থগিত বিমান চলাচল

ভারতে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত বিমান চলাচল - প্রতীকী ছবি

ভারতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩১ মে পর্যন্ত দেশটিতে আন্তর্জাতিক রুটে চালিত সকল বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। শুক্রবার ভারতের বেসরকারি বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে এয়ার ট্রাভেল ব্যবস্থাপনার আওতায় থাকা দেশগুলোর সাথে আন্তর্জাতিক ফ্লাইট অব্যাহত থাকবে বলে এতে জানানো হয়।

মালবাহী বিমান ও ডিজিসিএ অনুমোদিত ফ্লাইটের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারতে গত বছর ২৫ মার্চ থেকে করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউনের পরিপ্রেক্ষিতে যাত্র্রীবাহী বিমান চলাচল স্থগিত করা হয়েছিল। পরে দেশটিতে আভ্যন্তরীণ বিমান চলাচল গত বছরের ২৫ মে চালু হয়।

সূত্র : গালফ নিউজ


আরো সংবাদ



premium cement