২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফেব্রুয়ারিতে এইচসিএলের কর্মীদের বোনাস ৮১৩ কোটি টাকা

ফেব্রুয়ারিতে এইচসিএলের কর্মীদের বোনাস ৮১৩ কোটি টাকা - ছবি : সংগৃহীত

এইচ সিএল টেকনোলজিস বা (এইচসিএল) ৮ ফেব্রুয়ারি দারুণ সুখবর দিলো নিজেদের কর্মীদের জন্য৷ ১০ বিলিয়ন ডলার মাইলস্টোন ছুঁয়ে ফেলল৷ ২০২০ তে তারা এই মাত্রার রাজস্ব উপার্জন করেছে৷ তাই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নিজেদের সমস্ত কর্মীর জন্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮১৩ কোটি টাকার (ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি রুপি) বিশাল বোনাসের ঘোষণা করেছে৷

কোম্পানি যে বিবৃতি জারি করেছে তাতে গত এক বছরে কর্মীরা যে পরিষেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতেই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে৷ প্রত্যেক কর্মী নিজের দশদিনের বেতনের সমান বোনাস পাবে৷

এইচসিএল - আইপিও তৈরির ২০ বছরে এই ঐতিহাসিক মাইলস্টোন পার করে গেল৷ নিজের কর্মীদের সহযোগিতা ছাড়াও নিজেদের নেটওয়ার্ক পার্টনার ও স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পর্কের বিষয়টিকেও গুরুত্বের সাথে উল্লেখ করেছে৷

এইচসিএল টেকনোলজিস জানিয়েছে, ‘আমাদের কর্মীরা আমাদের সবচেয়ে দামি সম্পদ৷ অতিমারীর সময়েও আমাদের প্রতি কর্মচারী এইচসিএলে পরিবারের প্রতি নিজেদের অপরিসীম দায়বদ্ধতা দেখিয়েছে৷ যা অর্গানাইজেশনের বৃদ্ধিতে চাপ দিচ্ছে৷ আমাদের ১৫৯০০০ বেশি কর্মীদের অপরিসীম দায়বদ্ধতা এবং পরিশ্রমের ফসল আমাদের এই বৃদ্ধি৷ তাই আমরা সত্যি সত্যিই চাই নিজেদের কর্মীদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই৷ HCL Technologies -র প্রধান এইচ আর কর্মকর্তা জানিয়েছেন এই কথা৷

নিজের স্পেশাল বোনাস কর্মীদের বেতনের সঙ্গে ২০২১ -র ফেব্রুয়ারি মাসে পাবেন৷ পে-রোলে থাকা ৯০ মিলিয়ন ডলার বেতনের মানুষ এই বোনাস পাবে৷ ফাইনান্সিয়াল ইয়ার ২১ EBIT গাইডেন্স এটার প্রভাব বাইরে রাখা হয়েছে৷
সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement