২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করাচিতে আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

- সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে হতাহতদের উদ্ধারের পর করাচির প্যাটেল হাসপাতালে নেয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, করাচির গুলশান-ই-ইকবালের মাসকান চৌরঙ্গীর কাছে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

শক্তিশালী এই বিস্ফোরণে ভবনটির প্রথম এবং দ্বিতীয়তালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে সাধারণ মানুষ।

পাকিস্তানের শিক্ষামন্ত্রী সাইদ গণি এবং সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অনেকটাই নিশ্চিত যে, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা নেই। এ ছাড়া সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পাকিস্তানের সাবেক এই রাজধানী শহরে ২ কোটিরও বেশি মানুষের বসবাস করে। সূত্র : ডন, জিও নিউজ


আরো সংবাদ



premium cement