২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
লয়া জিরগার অনুমোদন

তালেবানের ৪০০ বন্দীকে মুক্তি দিতে সম্মত আফগান সরকার

তালেবানের ৪০০ বন্দীকে মুক্তি দিতে সম্মত আফগান সরকার -

তালেবানের অবশিষ্ট ৪০০ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। লয়া জিরগা নামে পরিচিত আফগানিস্তানের মহাপরিষদ এ সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদনের পর গতকাল রোববার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট আশরাফ গনি। ১৯ বছরের যুদ্ধ অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে এ উদ্যোগ নিলো আফগান সরকার। খবর রয়টার্স ও আলজাজিরার।

গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য উপজাতীয় প্রবীণ ও অন্যান্য দায়িত্বশীলকে নিয়ে গঠিত আফগানিস্তানের ঐতিহ্যবাহী মহাপরিষদ লয়া জিরগার সম্মেলন শুরু হয় গত শুক্রবার। গতকাল রোববার তৃতীয় দিনে শেষ অধিবেশনে তালেবানের এই বন্দীদের মুক্তির সুপারিশ করে পাস হয় ওই প্রস্তাব।

এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় যেকোনো বাধা অপসারণ, শান্তি প্রক্রিয়া শুরু এবং রক্তপাতের অবসান ঘটাতে লয়া জিরগা ৪০০ তালেবান বন্দীকে মুক্তি দেয়ার অনুমোদন দিয়েছে। জিরগা সদস্য আতেফা তাইয়েব এ বিবৃতি দেন।

এ বিবৃতির পর প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, আমি আজই এই ৪০০ বন্দীর মুক্তির আদেশে সই করব। এ অধিবেশনে লয়া জিরগার সভাপতিত্ব করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এতে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের প্রায় তিন হাজার ২০০ নেতৃবৃন্দ ও রাজনীতিকরা উপস্থিত ছিলেন। এই বন্দীদের মুক্তি দেয়া ঠিক হবে কি না সেটি নিয়ে সেখানে আলোচনা হয়।

তালেবানের পক্ষ থেকে শান্তি আলোচনার শর্ত হিসেবে তাদের বন্দীদের মুক্তির ওপর জোর দেয়া হয়েছিল। এ ৪০০ জনের মুক্তির মধ্য দিয়ে তালেবানের দাবি অনুযায়ী তাদের পাঁচ হাজার বন্দীর সবাইকে মুক্তি দেয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত মাসে আফগানিস্তানের সরকারি হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানির নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। হামলার পরপরই দেশটিতে নিযুক্ত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানান, তারা এ হামলায় অংশ নেয়নি।


আরো সংবাদ



premium cement
চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’

সকল