২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতে লকডাউনের মেয়াদ বাড়ছে!

ভারতে লকডাউনের মেয়াদ বাড়ছে! - সংগৃহীত

ভারতে ক্রমশ থাবা বসাচ্ছে করোনাভাইরাস। এটি মোকাবিলায় ভারতে চলছে ২১ দিনের লকডাউন। সরকারি সূত্রে খবর, করোনা মোকাবিলায় দেশে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, ভাইরাস রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে বেশ কয়েকটি রাজ্য। গোটা পরিস্থিতি বিবেচনা করে দেখে ভারতে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

এ প্রসঙ্গে ভারত সরকারের এক সূত্র জানিয়েছেন, ”লকডাউন বাড়ানোর জন্য একাধিক রাজ্য় আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। এমনকি, বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্র সরকার এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে”।

জানা গিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৭টি রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে মোদি সরকারের কাছে। ওই রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩৬৭। ওই রাজ্যগুলোর তরফে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার পরও তাদের রাজ্যে বিধিনিষেধ বহাল রাখতে চায়।

উল্লেখ্য, দেশে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। এ দেশে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৪৪২১। করোনায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ১১৪।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে তিনি। মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, ছত্তীসগড়, ঝাড়খণ্ডও ১৪ এপ্রিলের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, ভারতের যেখানে করোনার সংক্রমণ ঘটেনি, সেখানে যাতে ধীরে ধীরে লকডাউন তোলা হয়, সে ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রস্তুতি নিতে সোমবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর আগে, গত সপ্তাহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ”লকডাউন শেষ হলে কী হবে, সে বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে এগজিট স্ট্র্যাটেজি বানাতে হবে”।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


আরো সংবাদ



premium cement