২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে করোনাভাইরাস আরো ছড়িয়ে পড়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৪৫

- সংগৃহীত

পাকিস্তানের প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরো ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দেশটিতে ৩,১১৮ জনকে করোনাভাইরাস রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন। এছাড়া, সুস্থ হয়েছেন ১৭০ জন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি করোনা কবলিত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ প্রদেশে এ পর্যন্ত মোট ১,৩৮০ জন করোনাভাইরাসের রোগী হিসেবে চিহ্নিত হয়েছে। পাঞ্জাব প্রদেশের রাজধানীর লাহোরে সবচেয়ে বেশি ২৬০ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ২০৩টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে।  এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৫৪ হাজার ২ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement