০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


উত্তর-পূর্ব ভারতে যেতে নিষেধ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ নাগরিকদের

- ছবি : সংগৃহীত

ভারতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (সিএবি) নিয়ে বিক্ষোভের আগুনে জ্বলছে আসাম। শুধু আসামই নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা উত্তর-পূর্ব ভারতে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ এবং ইসরাইলের নাগরিকদের বলা হয়েছে এই সব রাজ্যে বেড়াতে না যেতে। যারা এই মুহূর্তে ভারতের কোনও উত্তর-পূর্ব রাজ্যে রয়েছেন, তাদের সাবধানে থাকতে বলা হয়েছে।

মার্কিন সরকারের তরফে পোস্ট করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করে আসামে কোনও সরকারি কাজে যাওয়া হবে না।

অ্যাডভাইসরিতে আরও লেখা হয়েছে, ‘বেশ কিছু জায়গায় সরকারি কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট ও মোবাইল সার্ভিস ব্যাহত। রাজ্যের বিভিন্ন অংশে ব্যাহত যান চলাচলও। বিক্ষোভ প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়।’

ইউকে ফরেন অফিস থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকরা উত্তর পূর্ব ভারতে গেলে যেন চূড়ান্ত সাবধানতা অবলম্বন করেন। স্থানীয় সংবাদপত্র ও নিউজ চ্যানেলে নজর রাখতেও বলা হয়েছে। আর প্রয়োজন যদি একান্তই গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যেন সফর বাতিল করেন পরবর্তী সময়ের জন্যে। এই সময়।


আরো সংবাদ



premium cement