২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

লড়ছেন মরিয়ম নওয়াজ, ফিরছেন পারভেজ মোশাররফ

লড়ছেন মরিয়ম নওয়াজ, ফিরছেন পারভেজ মোশাররফ - সংগৃহীত

পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনেছেন। ২০১৩ সালে তার বাবা নওয়াজ শরীফ এই আসন থেকেই জয় পেয়েছিলেন। এবার বাবার নির্বাচনী আসনেই লড়তে যাচ্ছেন মরিয়ম।

গত বছর দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন । এরপরই ওই আসন থেকে নওয়াজপত্নী কুলসুম নওয়াজ উপ-নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন।

কুলসুম নওয়াজ ক্যান্সারের সাথে লড়াই করছেন। তবে নির্বাচনে জয়লাভ করলেও ক্যান্সারের চিকিৎসার কারণে লন্ডন চলে যাওয়ায় আর শপথ নেওয়া হয়নি তার। ইতোমধ্যে মরিয়ম নওয়াজ ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

নওয়াজকন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে বিচার চলছে। তবে তার মনোনয়ন শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এদিকে মনোনয়ন ফরম কিনে নির্বাচনী লড়াইয়ে ইতোমধ্যে মাঠে নেমেছেন মরিয়ম।

অন্যদিকে শর্তসাপেক্ষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।

২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন। ৭৪ বছর বয়সী মোশাররফকে ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে। এটাই কোর্টের শর্ত।

তবে কোর্ট এ নিশ্চয়তা দিয়েছে যে, হাজিরা দিতে এলে তাকে গ্রেফতার করা হবে না। তবে কোর্ট অনুমতি দিলেও পারভেজ মোশারফের পাসপোর্ট, আইডি কার্ড ব্লক করা। তাই রায়ের পর তিনি কীভাবে নিজদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।


আরো সংবাদ



premium cement
ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল

সকল