০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


হকির শিরোপা নির্ধারণী প্লে-অফ আজ হচ্ছে না

-

আগের দিন মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়দের মধ্যে হলো মারামারি। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির কারণে দেয়া লাল কার্ডের কারণে মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে বিজয়ী ঘোষণা করা হয়। বাইলজ অনুযায়ী আজই মেরিনার ইয়াংসের বিপক্ষে আবাহনীর পে-অফ হওয়ার কথা। সেখানেই হতো শিরোপার জন্য নিষ্পত্তি। তবে গতকাল দুই ক্লাবই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, আজ তারা খেলতে পারবে না! ফলে আজ যে খেলা হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত।
এই প্লে-অফ ম্যাচ আজ না হওয়ার কারন, দুই ক্লাবের ছয়জন খেলোয়াড় আজই বিমানবাহিনীর হয়ে ভারত সফরে যাচ্ছেন। ১ মে তারা ফিরে এলে ম্যাচটি তখন খেলতে আপত্তি নেই দুই ক্লাবের।
এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার মাহবুব হারুন জানান, ‘আমরা ফেডারেশনকে চিঠি দিয়েছি। রোবরার (আজ) আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। কারণ, আমাদের দুই গোলকিপারসহ চারজন খেলোয়াড় বিমানবাহিনীর সাথে আগামীকালই ভারতে প্রীতি ম্যাচ খেলতে যাবে। ওই চারজন বিমানবাহিনীর সদস্য। তাতে আছে দুই গোলকিপার বিপ্লব কুজুর আর সজীবুর রহমান। তাদের ছাড়া আমাদের ম্যাচ খেলা সম্ভব নয়। ওরা ফিরে এলে আমাদের খেলতে কোনো আপত্তি নেই। বাইলজ অনুযায়ী চলব আমরা।’
বিমানবাহিনীর হয়ে মেরিনার্সের দুইজন খেলোয়াড়ও ভারতে যাচ্ছেন। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খানের দেয়া তথ্য, ‘আমাদের চার বিদেশী নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরে গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বিদেশী আম্পায়ারও পাওয়া যাবে না। তবে প্লে-অফটি বাতিল করে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করলে আপত্তি করব না আমরা।’
এদিকে বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব


আরো সংবাদ



premium cement
অপরাধীরা পুলিশ, সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে ভারতের কাছে টানা চতুর্থ হার বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে পৃথক দুটি অর্থনৈতিক অঞ্চল চান ব্যবসায়ীরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি জার্মানির স্কুলে সহিংসতা বাড়ছে কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮ ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল, ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সকল