০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


সেমিতে বায়ার্নের সামনে রিয়াল

ম্যানসিটির বিপক্ষে টাইব্রেকারে রুডিগারের শটে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর বাঁধ ভাঙা উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা : বিবিসি -

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সেই ধাক্কা সামলে আক্রমণের ঝড় বইয়ে দিলো। দ্বিতীয়ার্ধে কেভিড ডি ব্রুইনার কাক্সিক্ষত গোলে সমতা ফিরিয়ে সিটিজেনরা ম্যাচ টেনে নিলো অতিরিক্ত সময়ে। সেখানে জালের ঠিকানা খুঁজে পেল না কোনো দলই। ম্যাচে বেশির ভাগ সময় কোণঠাসা রিয়াল মাদ্রিদ বাজিমাত করল টাইব্রেকারে। শিরোপাধারীদের বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল কার্লো অ্যানচেলোত্তির দল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত পরশু নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুট-আউটে ৪-৩ ব্যবধানে জেতে রিয়াল। এর আগে প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছিল। দিনের অন্য ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া আর্সেনাল ইউরোপ সেরার মঞ্চ থেকেও এবার ছিটকে গেল। মৌসুমের শেষ সময়ে এসে ছন্দ হারিয়ে ফেলল মিকেল আর্তেতার দল। জশুয়া কিমিখের চমৎকার গোলে তাদের বিদায় করে দিয়ে লস ব্লাঙ্কোসদের প্রতিদ্বন্দ্বী হলো বায়ার্ন। ঘরের মাঠে গানারদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাভারিয়নরা। এমিরেটসে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলে ৩-২ এগ্রিগেটে শেষ চার নিশ্চিত করল বিদায়ী কোচ টমাস টুখেলের দল।
ইত্তিহাদ স্টেডিয়ামে গত বছর সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিল ম্যানসিটি। কিন্তু এবার আর তা হলো না। সিটিজেনদের শিরোপা ধরে রাখার মিশন ধমকে গেল শেষ আটেই। সেই সাথে শেষ হয়ে গেল ট্রেবল জয়ের স্বপ্নও।
টাইব্রেকারে সিটির হয়ে জালের দেখা পান জুলিয়ান আলভারে, ফিল ফোডেন ও গোলরক্ষক এদেরসন। বার্নার্দো সিলভার দুর্বল শট ছিল গোলরক্ষক বরাবর। মাতেও কোভাচিচের শটও ঠেকিয়ে দেন লুনিন। অপর দিকে রিয়ালের লুকা মডরিচের নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন এদেরসন। এরপর জুড বেলিংহ্যাম, লুকাস ভাজকুয়েজ, নাচো ফর্নান্দেজ ও শেষ শটে জার্মান ডিফেল্ডার অ্যান্টোনিও রুডিগার বল জালে পাঠাতেই উৎসবে মেতে ওঠে সফরকারীরা।
আগামী ৩০ এপ্রিল দিবাগত রাত ১টায় সেমিফাইনালের প্রথম লেগে আলিয়াঞ্জ এরিনায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ১ মে রাতে অপর সেমির প্রতিপক্ষ রকশিয়ার্ড ডর্টমুন্ড ও পিএসজি।


আরো সংবাদ



premium cement