২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দ্রুততম গোলের বিশ্বরেকর্ড

-

ম্যাচ শুরুর বাঁশি বাজার সাথে সাথে সতীর্থের পাসে বল পেয়ে যান ক্রিস্টোফ বামগার্টনার। প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে টপকে এগিয়ে বক্সের সামনে থেকে ডান পায়ের নিচু শটের বল খুঁজে নিল স্লোভাকিয়ার জালে। বল যখন জাল স্পর্শ করে, তখন ম্যাচের বয়স ৬ সেকেন্ড! হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড। স্লোভাকিয়ার মাঠে গত পরশু আন্তর্জাতিক প্রীতিম্যাচে অস্ট্রিয়ার ২-০ গোলে হারায় স্লোভাকিয়াকে। আন্তর্জাতিক ফুটবলে এ দিনই দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড ও জার্মানি হয়ে প্রথম ৭ সেকেন্ডে গোল করেন ফ্লোরিয়ান ওয়েটজে। এর আগে এই রেকর্ডটি ছিল জার্মানির লুকাস পোডলস্কির। ২০১৩ সালে প্রীতিম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৯ সেকেন্ডে গোল করেছিলেন এই মিডফিল্ডার।


আরো সংবাদ



premium cement