০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ফলাফলকে গুরুত্ব দিচ্ছেন না সোহান

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন মঞ্চে পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের নুরুল হাসান সোহান : বিসিবি -

অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ অষ্টম আসরের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যা বিশ্বকাপের আগ মুহূর্তে প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ। তবে এই সিরিজের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ। দলের পরিকল্পনা বা প্রক্রিয়াকে বেশি ভাবছে তারা। এমনটাই বললেন বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া এক ভিডিও বার্তায় সোহান বলেন, ‘আমাদের দলের অভ্যন্তরীণ পরিবেশ খুবই ভালো। আমাদের সবার কাছে একটা বার্তাই দেয়া হচ্ছে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ফল কি হবে, তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা পারি আমাদের কাজগুলো সততার সাথে করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, দল হিসেবে খেলা। ব্যক্তিগতভাবে চিন্তা না করে আমরা যদি দল হিসেবে চিন্তা করি, কারণ ১১ জনই হয়তো পারফর্ম করবে না।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য পারফরম্যান্স করাটাকে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন সোহান, ‘যার যে পরিস্থিতিতে দলের জন্য যতটুকু করা দরকার সেটা যেন আমরা করতে পারি- সবার ফোকাস ঐটাই যাতে পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারি। ব্যক্তিগত কিছুর চেয়ে এখন দলীয় পারফরম্যান্সটা আমাদের জন্য জরুরি।’
তিনি যোগ করেন, ‘সত্যি কথা বলতে আমরা যেভাবে অনুশীলন করছি ফলাফল নিয়ে চিন্তা করছি না, প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছি। কারণ ফলাফল সব সময় আমাদের হাতে থাকবে না। প্রক্রিয়া ঠিক রেখে সততার সাথে কঠোর পরিশ্রমটাই আমার মনে হয়, সবাই নিজেদের দিক থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছে এবং সবাই অনেক পরিশ্রম করছে।’
নিউজিল্যান্ডের কন্ডিশন ভিন্ন ও ঠাণ্ডা বেশি বলে জানান সোহান। এরইমধ্যে দু’দিন এই কন্ডিশনে অনুশীলন করে কন্ডিশনের সাথে মানিয়ে নেবে বলে মনে করেন সোহান, ‘এখানে আসার পর কন্ডিশনটা একটু ভিন্ন, ঠাণ্ডা বেশি। তবে আমরা দুই দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। কাল (আজ) আবার অনুশীলন করব। সবাই মানিয়ে নেয়ার চেষ্টা করছি। ম্যাচের আগে আমরা সবাই আত্মবিশ্বাসী এবং কন্ডিশন বড় কোনো কারণ হবে না।’
আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সোহান বলেন, ‘অবশ্যই পাকিস্তান অনেক ভালো দল। আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হতে পারে।’


আরো সংবাদ



premium cement
পটিয়ায় গাড়ির চাপায় অটোরিকশাচালক নিহত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত সিদ্ধান্ত নেই : জনপ্রশাসন মন্ত্রী শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, জামায়াতে উদ্বেগ স্বাভাবিক পরিবেশে বাঁচাতে হলে গাছ রোপণ করতে হবে : প্রফেসর ড. আব্দুর রব দিনাজপুরে দিনে টার্গেট করে রাতে ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫ ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে দেশসেরা সিরাজগঞ্জের অয়ন যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের রাজশাহীতে তরুণকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার চাঁদপুরে পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত সুন্দরবনে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সকল