২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওপেনারের সিদ্ধান্ত সাকিবের হাতে

হুট করে অনুশীলনে পাপন
ব্যাটিং কোচ সিডন্স ওপেনার এনামুলকে কৌশল শেখাচ্ছেন : সংগৃহীত -

এশিয়া কাপের বাংলাদেশ দলে ওপেনার সঙ্কট রয়েছে। এনামুল হক বিজয়ের সাথে তরুণ পারভেজ হোসেন ইমন। তাই ওপেনারের আলোচনা ক্রমেই জোরাল হচ্ছে। বিকেএসপির উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমও বলেছেন, মুশফিকুর রহীম টি-২০ তে ওপেনিংয়ের জন্য ভালো অবলম্বন হতে পারেন। বিকল্প ওপেনারের আলোচনায় মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানের নামও উঠে এসেছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ওপেনার নির্বাচনের সিদ্ধান্ত নেবেন অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপে ওপেনিংয়ে কে বিজয়ের সঙ্গী হবেন, সে সিদ্ধান্ত নেবেন সাকিব।
বাংলাদেশ দলের অনুশীলন এখনো শুরু হয়নি। আগামীকাল থেকে দলগত অনুশীলন শুরু হতে পারে। তার আগেই এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুত করতে কয়েকজন ক্রিকেটার অনুশীলন করছেন। মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম শুরু করেছিলেন কয়েক দিন আগে। পরে যোগ দিয়েছেন এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজ। গতকাল অনুশীলনে যুক্ত হন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের অনুশীলনে ব্যাটিং নিয়ে কাজ করছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। পাওয়ার হিটিং নিয়েই বেশি চর্চা দেখা গেছে অনুশীলনে। তাদের অনুশীলনের মাঝে গতকাল হুট করেই হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সকালে মাঠে এসে ক্রিকেটারসহ সবাইকে চমকে দেন বোর্ড সভাপতি। প্রখর রোদে পাপন যখন মাঠে উপস্থিত হন, তখন সেন্টার উইকেটে ব্যাটিং করছিলেন মুশফিক। সাকিব অবশ্য তার আগেই ব্যাটিং শেষ করে ড্রেসিংরুমে। নেটের পাশেই মুশফিক, মিরাজ, সাইফউদ্দিনদের সাথে কথা বলেন পাপন। সভাপতিকে দেখে অনুশীলন থামান ক্রিকেটাররা। এ সময় ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও উপস্থিত ছিলেন।
মুশফিককে ওপেনিংয়ে পাঠানোর প্রসঙ্গে জানতে চাইলে পাপন বলেন, ‘অনেক জায়গায় যা বলা হচ্ছে জিনিসটা আসলে তা নয়। ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদী ঘরোয়াতে ওপেন করত, মিরাজও করত। মুশফিক আছে। পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। অধিনায়কও ওপেন করতে পারে। যদি সে বলে। তখন আমাদের কিছু বলার থাকবে না। সাকিব যদি আত্মবিশ্বাসী থাকে ওপেন করার বিষয়ে, তা হলে তো কিছু বলার নেই।’
মূলত কন্ডিশন, প্রতিপক্ষ বিবেচনা করে ওপেনার চূড়ান্ত করতে বলছেন বিসিবি সভাপতি, ‘প্রথম দেখতে হবে কোথায় এবং কাদের বিপক্ষে খেলা। প্রতিপক্ষরা কেমন প্রভাব ফেলতে পারে, কারা বল করতে পারে- এটি মাথায় রাখতে হবে। ওই ধরনের কন্ডিশনে কে ভালো মোকাবেলা করতে পারবে, কে প্রথম ৬ ওভারের সুবিধা নিতে পারবে- এটি নিয়ে আলোচনা হচ্ছে।’
এশিয়া কাপে যাওয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গতকাল ট্রেনার নিক লি ঢাকায় এসেছেন। আজ হেড কোচ রাসেল ডোমিঙ্গো, স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ঢাকায় আসবেন। আগামীকাল স্থানীয় এক হোটেলে কোচদের সাথে আলোচনায় বসবেন পাপন। টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলের পারফরম্যান্স বরাবরই খারাপ। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়। তবে এশিয়া কাপে নতুন গল্প লিখতে চায় বাংলাদেশ দল।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল