২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাফুফের প্রস্তাবে নিশ্চুপ নেপাল

-

সেপ্টেম্বরে বাংলাদেশ হচ্ছে না এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব। করোনার জন্য বাংলাদেশে আসতে অনীহা ইরান ও জর্দানের। ফলে নিরপেক্ষ কোন ভেনুতে এই বাছাই পর্বের খেলা হবে তা এ মাসেই জানা যাবে। বাফুফে চেয়েছিল সেপ্টেম্বরের এই আসরের আগে মহিলা দলের জন্য দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে। এ জন্য নেপালের সাথে যোগাযোগ করেছে সেখানে গিয়ে ম্যাচ খেলতে। তা সেপ্টেম্বরেই। তবে গতকাল পর্যন্ত কোনো সাড়াই দেয়নি নেপাল। ফলে অনিশ্চিত সাবিনাদের ফিফা প্রীতিম্যাচ খেলা। এ দিকে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে পুরুষ জাতীয় দলের জন্য বাফুফে ফিফা প্রীতিম্যাচ খেলতে ১৪ দেশের সাথে যোগোযোগ করেছিল। কোনো দেশই দেয়নি সম্মতি। তাদের দেশে গিয়ে বা বাংলাদেশে এসে ম্যাচ খেলার প্রস্তাব। এর মধ্যে সরাসরি না করে দিয়েছে আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, ম্যাকাও।


আরো সংবাদ



premium cement