০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


তামিমের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

-

হাঁটুর চোট নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন অধিনায়ক তামিম ইকবাল। তবে ঝুঁকি নিয়ে টি-২০ সিরিজ না খেলেই দেশে ফিরেছেন। ইতোমধ্যেই শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির মেডিক্যাল বিভাগ তামিমকে পুনর্বাসন পরিকল্পনা পাঠিয়েছে। সে অনুযায়ী চোট মুক্ত হওয়ার জন্য কাজ করে যাবেন দেশ সেরা এই ব্যাটসম্যান। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, এই চোট থেকে সুস্থ হয়ে উঠতে তামিমকে ৬ থেকে ৮ সপ্তাহের বিশ্রামে যেতে হবে। সেই সাথে চলবে পুনর্বাসন প্রক্রিয়া। প্রথম দুই সপ্তাহ তিনি হালকা ব্যায়াম করবেন। পরে ধীরে ধীরে জিম শুরু করতে হবে। এ কারণে আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে তামিমকে না-ও পেতে পারে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement