০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


অলিম্পিক আয়োজন করতে চায় ফ্লোরিডা

-

করোনার কারণে এক বছর পিছিয়ে অলিম্পিক গেমস এখন আয়োজন হবে ২০২১ সালে। কিন্তু করোনা এখনো বিরাজমান। বরং, গত বছরের তুলনায় ক্ষেত্রবিশেষে কিছুটা শক্তিশালী। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে কি না টোকিও, সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) একটা স্বস্তিদায়ক চিন্তা এনে হাজির করেছেন যুক্তরাষ্ট্রের শহর ফ্লোরিডার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিমি প্যাট্রনিস। আইওসির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে প্যাট্রনিস লিখেছেন, ‘টোকিও অলিম্পিক আয়োজন করতে অক্ষম হলে, আমরা আয়োজন করতে চাই।’ সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৮০ ভাগ জাপানিই এখন আর অলিম্পিক গেমস তাদের দেশে অনুষ্ঠিত হোক, তা চায় না। কারণ, জাপানে নতুন করে করোনার প্রকোপ মারাত্মক আকারে দেখা দিয়েছে। যে কারণে দেশটির প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগা জরুরি অবস্থা জারি করেন।
যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক মুখপাত্র আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন, ‘যেভাবেই হোক আমরা পুরোপুরি প্রস্তুত আছি এবং আমার বিশ্বাস আয়োজক শহর টোকিও’ও প্রস্তুত।’


আরো সংবাদ



premium cement