০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


দীর্ঘমেয়াদে স্পিন কোচ চায় বিসিবি

-

সামনের ব্যস্ত সূচি মাথায় রেখে জাতীয় দলের জন্য একজন দীর্ঘমেয়াদে স্পিন কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসানসহ অন্যদের জন্য উপযুক্ত একজন দীর্ঘমেয়াদে স্পিন কোচ খোঁজার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে উদয়াচল মাঠের উদ্বোধনকালে পাপন বলেন, ‘সামনে আমাদের অনেক সিরিজ থাকায় একজন দীর্ঘমেয়াদি কোচ নিয়োগ দিতে চাই। ইতোমধ্যে আমরা আগ্রহী কিছু ব্যক্তির জীবনবৃত্তান্ত পেয়েছি। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’ স্পিন কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির সাথে বিসিবি ১০০ দিনের চুক্তি করেছিল। এ পর্যন্ত দলের সাথে ৬০ দিন কাজ করেেেছন তিনি। তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেই দলের সাথে কাজ শুরু করবেন ভেট্টরি।


আরো সংবাদ



premium cement