২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দলে ডাক পাওয়ার দিনে সাকিবের ব্যাটে রান

-

২০১৯ সালের ২৯ অক্টোবর সাকিব আল হাসানের ক্যারিয়ারে নেমে এসেছিল ‘কালো’ দিন। গত বছর ২৮ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা শেষে আবারো ক্রিকেট ফিরেন সাকিব। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের ব্যাটে যেন সেই কালোর হাওয়াই লেগে রইল। বড় কোনো ইনিংসই খেলতে পারছিলেন না এই অলরাউন্ডার। কিন্তু নিষেধাজ্ঞার পর প্রথম যেদিনই না জাতীয় দলে ডাক পেলেন, সে দিনটাই যেন সুদিন বয়ে আনলো সাকিবের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৮২ বলে ৫২ রান করেন নিজেকে ফিরে পাওয়ার এক ইনিংস খেলেন বিশ^সেরা অলরাউন্ডার। অবশ্য ম্যাচে ৩.২ বল হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।
সাকিব রানে ফিরলেও তামিম একাদশের বিপক্ষে ম্যাচটি হেরে যায় তার দল মাহমুদুল্লাহ একাদশ।
গতকাল বিকেএসপিতে সাকিব-রিয়াদদের ৮ উইকেটে হারিয়েছে তামিমরা। প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিবরা হারিয়েছিল তামিমদের। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে সাত উইকেটে ২২৩ রান করে মাহমুদুল্লাহ একাদশ। জবাবে তামিম একাদশ জয়ের বন্দরে পৌঁছায় দুই উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে।
ব্যাট হাতে দলের হয়ে দারুণ খেলেছেন অধিনায়ক তামিম ইকবাল। ৮০ বলে ৮০ রান করে স্বেচ্ছায় অবসরের যান তিনি। ৪৮ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন দাস। ৫১ বলে ৬১ রান করেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে ব্যাট করতে নেমে নাঈম শেখের ৫০ ও সাকিবের ৫২ রান ভর করে ২২৩ রান করে মাহমুদুল্লাহ একাদশ। দু’টি করে উইকেট নেন সাইফউদ্দিন ও মাহেদী হাসান।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল