০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


করপোরেট লিগেই ঝোঁক বিসিবির

-

এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ নেই টাইগারদের। করোনা মহামারীর কারণে ক্রিকেটারদের ব্যাটে যে ধুলো জমেছে তা ঝরানোর সময় এসেছে। জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পে থেকে দু’টি দুই দিনের ও একটি তিন দিনের ম্যাচ খেলবেন। আজ প্রথম ম্যাচে দুই ভাগ হয়ে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীমরা।
প্রস্তুতি ম্যাচ শেষে একটি টি-২০ টুর্নামেন্টের আয়োজন করবে বিসিবি। গতকাল এ নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিসিবি টি-২০ করপোরেট লিগ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যদিও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এখনো আলোচনা চলছে। তিন বা চার দিনের মধ্যেই চূড়ান্ত হবে সব কিছু। আমাদের সভা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে করপোরেট লিগ করব নাকি জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দল নিয়ে টুর্নামেন্ট। ৩ থেকে চার দিনের মধ্যেই চূড়ান্ত করব আশা করছি। মূলত প্রতিযোগিতামূলক ক্রিকেটের কথা ভেবেই করপোরেট লিগ আয়োজন করতে চায় বিসিবি।
শ্রীলঙ্কা সফরের জন্য ২৭ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছিল বিসিবি। কিন্তু সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় সেই ক্যাম্প চার দিনের জন্য স্থগিত করা হয়। ক্যাম্পে থাকা ক্রিকেটার ও কোচদের মধ্যে যারা করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন তাদের রাখা হয় রাজধানীর সোনারগাঁও হোটেলে। তৈরি করা হয়েছিল জৈব সুরক্ষা বলয়। কিন্তু সে বলয় ভেঙে ক্রিকেটাররা আবারো বাসায় চলে যান। তারা ফেরায় আবারো নতুন করে তৈরি হচ্ছে সুরক্ষা বলয়।
প্রস্তুতি ম্যাচের ভীষণ গুরুত্ব দেখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, যেভাবেই হোক ক্রিকেটারদের মাঠে খেলায় ফিরাতে হবে। নয়তো তাদের ম্যাচ ফিটনেস ও আত্মবিশ্বাস- দু’টিরই ক্ষতি হবে। প্রস্তুতি ম্যাচের পর করপোরেট লিগ যাই হোক তা ক্রিকেটারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি এই মুহূর্তে যেভাবেই হোক তাদের মাঠের খেলায় ফেরা খুবই জরুরি।
তিনি আরো বলেন, এটি না হলে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। মানসিকভাবে তারা জড়তায় ভুগবে। মাঠে নামলে ব্যাট-বলের যে লড়াই তাতে তারা যেমন ম্যাচ ফিটনেসটা ফিরে পাবে, আবার তাদের আত্মবিশ্বাসও বাড়বে। এতে করে পরে যখন আন্তর্জাতিক ক্রিকেট হবে তার জন্য তারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, প্রথমে জাতীয় দলের ক্রিকেটারদের ঘিরেই থাকবে আয়োজন। সাথে রাখা হবে এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলকেও। যদি করপোরেট লিগ হয় ন্যূনতম ১০০ জন ক্রিকেটার টি-২০ খেলার সুযোগ পাবে। তাতে অন্তত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হবে ক্রিকেটারদের। এরপর না হয় ঘরোয়া ক্রিকেট লিগ শুরু করা যেতে পারে।


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল