০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


এক মাস আগেই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল!

-

শ্রীলঙ্কা গিয়ে বাংলাদেশ দলকে মনে হচ্ছে করোনা টেস্ট করাতে হবে না। এমনকি আইসোলেশনে থাকার বিষয়টিও নাকি দু’পক্ষের সমঝোতায় না হওয়ার কথা। তবে দেশে সব ক্রিকেটারের করোনা টেস্ট করে যাওয়া হবে। শ্রীলঙ্কা গিয়ে একদিন থাকতে হবে। কারো পজিটিভ আসলে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। সম্ভাব্য ২৪ অক্টোবর করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো মাঠে নামতে পারে বাংলাদেশ দল। তার এক মাস আগেই অর্থাৎ ২০-২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যেতে পারে টাইগার বাহিনী।
ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খানের কথায়, ‘আমরা আনুমানিক এক মাস আগে শ্রীলঙ্কা যাবো। তার আগে দেশে একটা অনুশীলন ক্যাম্প করার চেষ্টা থাকবে। সেটা নির্ভর করবে দেশের করোনা পরিস্থিতির ওপর। এখন তা বলতে পারব না। ১০-১২ দিন পর বলা যাবে দেশে অনুশীলন সম্ভব কি না? আর সম্ভব হলেও তা কবে শুরু করা যাবে। করোনা সংক্রমণ তীব্র থাকলে দেশে যদি অনুশীলন করা সম্ভব না হয়, তা হলে একবারে শ্রীলঙ্কা গিয়েই অনুশীলন হবে। আর সে কারণেই এক মাস আগে যাওয়ার ভাবনা।’
এ দিকে প্রথম টেস্ট যদি অক্টোবরের ২৪ তারিখে শুরু হয়, তা হলে নিশ্চিত করেই সিরিজ শেষ হতে হতে নভেম্বরের মাঝামাঝি হয়ে যাবে। পরের দুই টেস্ট কবে শুরু হবে, ভেনু কোথায় হবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেননি আকরাম খান। তবে এতটুকু জানালেন, ‘কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত হয়নি। আশা করছি খুব দ্রুতই সমাধান হবে। সফরের দিন-তারিখ শতভাগ ঠিক হয়নি। তবে যেভাবে কথাবার্তা চলছে, তাতে আগামী ২৪ অক্টোবর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর সম্ভাবনা খুব বেশি।’
এক মাস আগে দলকে শ্রীলঙ্কা দল পাঠানো এবং কোয়ারেন্টিন বিষয়ে আকরাম খান আরো বলেন, ‘যেভাবে কথাবার্তা চলছে, তাতে ২০-২২ সেপ্টেম্বরের মধ্যে টাইগারদের কলম্বো যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দল শ্রীলঙ্কা যাবার পর যদি দুই সপ্তাহ কোয়ারেন্টিনে কেটে যায়, তা হলে টেস্টের প্রস্তুতি নেয়ার সময় খুবই কম হবে। আমরা দলই পাঠাতে চাচ্ছি মাসখানেক আগে। তার অর্ধেক যদি সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হয়, তা হলে তো টেস্টের যথাযথ প্রস্তুতি নেয়া যাবে না। তাই শ্রীলঙ্কা গিয়ে কোয়ারেন্টিনে না থেকে এক-দুই দিন পর যাতে দল অনুশীলনে নামতে পারে, সে কথাবার্তাই চলছে।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল