০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ক্লাবগুলোকে প্রস্তুত থাকার আহ্বান

-

করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে প্রিমিয়ার লিগ শুরুর চিন্তাভাবনা করছেন এবং ক্লাবগুলোকে তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক, ব্যবস্থাপক কমিটি সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। সিসিডিএম চেয়ারম্যান ক্লাবগুলোকে এমনভাবে তৈরি থাকার পরামর্শ দিয়েছেন, যাতে করোনা ভালো হওয়ার পর ১৫ দিনের নোটিশে মাঠে নামা যায় বা প্রিমিয়ার লিগ শুরু করা যায়। কাজী এনামের কথায়, আমি কোয়াবের অনলাইন সভায় একঝাঁক জাতীয় দলের বর্তমান-সাবেক ও প্রথম শ্রেণীর ক্রিকেটারের সাথে বসেছিলাম। সেখানে লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছি। আমরা চাই ক্লাবগুলো ক্রিকেটারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুক। ক্লাবগুলোকে জানিয়ে দিতে চাই যে, ক্রিকেটাররা ফিট থাকলে করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে অল্প সময়ের ব্যবধানেই প্রিময়ার লিগ শুরু করা সম্ভব হবে এবং ক্লাবগুলোকে এমনভাবে তৈরি থাকতে হবে, যাতে করে অবস্থার উন্নতি ঘটলে ১৫ দিনের মধ্যে লিগ শুরু করা যায়।

 


আরো সংবাদ



premium cement