১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বনানীতে সড়ক থেকে সরে গেছে শ্রমিকরা

- ছবি - ইন্টারনেট

রাজধানীর বনানীতে শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টা  অবরোধের পর সড়ক থেকে সরে যায় তারা।

এর আগে কারখানা বন্ধের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এর ফলে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বিনা নোটিশে নেপারেল গার্মেন্টস লিমিটেড বন্ধ করে দেয়া হয়েছে। তাদের বেতন বকেয়া রয়েছে এখনো। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।


আরো সংবাদ



premium cement