০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


‘আপনি সুস্থ থাকলে পরিবার ও দেশবাসী সুস্থ থাকবে’

সাব্বির রহমানের আহ্বান
-

বাংলাদেশেও করোনাভইরাসের ভায়াল থাবা ভয়াবহ আকার ধারণ করছে। সামনের কয়েকটা দিন খুব বিপজ্জনক। এই সময়টায় সবার যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করতে হবে। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ দলের সব ক্রিকেটারই সাড়া দিয়েছেন, এগিয়ে এসেছেন সচেতনতার বার্তা নিয়ে। তারই অংশ হিসেবে সামনের বিপজ্জনক দিনগুলোতে মানুষের কাছে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান।
সাব্বির সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়টায় একটু ধৈর্য ধরে বাসায় থাকলে নিজের পরিবার ও পুরো দেশবাসীই নিরাপদ থাকবে মনে করিয়ে দিয়েছেন তিনি। আল্লাহ চাইলে এই দুঃসময় কাটিয়ে ভালো দিন আসবে, ভিডিওতে এমন আশাবাদ ব্যক্ত করেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।
সাব্বির বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় না। তারপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা দয়া করে বাসায় থাকুন, বের হবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন। প্লিজ লকডাউন মেনে চলুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার বাসার লোকজন, পরিবার সুস্থ থাকবে। সেই সাথে গোটা দেশবাসী সুস্থ থাকবে।’
সাব্বির ভিডিও বার্তায় দেশবাসীকে ধর্মীয় বন্দেগি করারও পরামর্শ দিয়ে বলেন, ‘তা আশা করি ইনশা আল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন। যে যার ধর্ম আছেন তা পালন করার চেষ্টা করবেন। আর কিছু বলার নাই। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই যে যেখানে থাকবেন দোয়া করবেন যেন সবাই ভালো থাকেন। ইনশা আল্লাহ এটা ওভারকাম করে ভালো দিন আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।’

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল