২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শ্রীলঙ্কাকে হারাতে আজ কৌশলে পরিবর্তন

ডু অর ডাই ম্যাচের আগে গতকাল বাংলাদেশের ফুটবলারদের অনুশীলন হ বাফুফে -

দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের। আগের তিন বঙ্গবন্ধু গোল্ডকাপেই তাদের ঠিকানা ছিল নক আউট পর্বে। ২০১৫ সালে ফাইনালে খেললেও পরের দুই টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে বিদায়। এবার কি তাদের পÿে সেমিফাইনালের টিকিট পাওয়া সম্ভব? প্রথম ম্যাচে ফিলি¯িÍনের কাছে ০-২ গোলে হারা জেমি ডে বাহিনীর সামনে এখন জয়ের বাধ্যবাধকতা দাঁড়িয়েছে শ্রীলঙ্কার বিপÿে।
তাই আজ পুরো ৩ পয়েন্ট পেতে কৌশলে পরিবর্তন আনছেন বাংলাদেশ কোচ জেমি ডে। স্ট্রাইকিং জোনে খেলোয়াড় বাড়ানো হতে পারে। দল খেলবে ৪-৪-২ ফরমেশনে। সাদ উদ্দিনের সাথে ফরোয়ার্ড লাইনে যোগ হতে পারেন সুফিল ও মতিন মিয়া। গত ম্যাচে সুফিল বদলি হিসেবে নামলেও আজ তাকে প্রথম একাদশে দেখা যাবে। অন্য দিকে লাল-সবুজদের মতো একই স্কোর লাইনে ফিলি¯িÍনের কাছে হার লঙ্কানদের। ফলে তাদেরও জয়ের বিকল্প নেই। আজ বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রæপের এই ম্যাচে জয়ী দলই সেমিফাইনালে চলে যাবে। ম্যাচ ড্র হলে দুই দলের গোল পার্থক্যও সমান হবে। ফলে বাইলজ অনুযায়ী সেমিফাইনালিস্ট নির্ধারণে সরাসরি টাইব্রেকারে গড়াবে ম্যাচ। অন্য দিকে টানা দুই ম্যাচ জিতে আগেই শেষ চারে চলে গেছে ফিলি¯িÍন। তা গ্রæপ সেরা হিসেবে।
কিন্তু বাংলাদেশ দল কি পারবে আজ শ্রীলঙ্কার বাধা ডিঙ্গাতে। দুই দলের সর্বশেষ ম্যাচে জয়টা অবশ্য দ্বীপ রাষ্ট্রটির। ২০১৮ সালে নীলফামারীতে অনুষ্ঠিত ফিফা প্রীতিম্যাচে পাকির আলীর দল ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। যদিও এবারের এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবলে তাদের ১-০ গোলে হারিয়ে পুরুষ ফুটবলে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছিল জামাল ভ‚ঁইয়ারা। শ্রীলঙ্কা অবশ্য গত ম্যাচে ভালোই লড়েছিল ফিলি¯িÍনের বিপÿে। তাদের হারটা একেবারে শেষ সময়ে। ইনজুরি টাইমে। তাদের সে ভালো খেলাটাই আজ বাংলাদেশের বিপÿে ভালো খেলার বড় প্রেরণা। যদিও দুই দলের আগের ১৬ ম্যাচে জয়ের পালøা একেবারেই একপেশে বাংলাদেশের জন্য। ১০টিতে জয় লাল-সবুজদের। চারটিতে শেষ হাসি লঙ্কানদের। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। শ্রীলঙ্কা অবশ্য তাদের চার ম্যাচের দু’টি জিতেছে নিজ মাঠে। একটি মালদ্বীপের গোল্ডেন জুবিলী টুর্নামেন্টে। সর্বশেষটি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারীতে। আর ২০১৬ সালে যশোরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছিল মারুফুল হকের বাংলাদেশ।
পরিসংখ্যান যাই বলুক, ২০২০ সালে বাংলাদেশের ফুটবলে প্রথম জয় পেতে আজ সব সেক্টরে ভালো খেলতে হবে লাল-সবুজদের। ভাঙতে হবে প্রতিপÿের রÿণ প্রাচীর। ফিলি¯িÍনের বিপÿে এই রÿণভাগের কল্যাণেই ৯০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য রেখেছিল লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কথাতেও এই বিপÿ রÿণ প্রাচীর প্রসঙ্গ। জানান, আমাদের ফরোয়ার্ডদের শ্রীলঙ্কান ডিফেন্স লাইনের প্রতিরোধের মুখে পড়তে হবে। এটি তাদের জন্য পরীÿা। ফিলি¯িÍনের বিপÿে তারা ছয়জনকে রÿণের কাজে লাগিয়েও অবশ্য শেষ পর্যন্ত পার পায়নি।
তার দেয়া তথ্য, ‘আমরা আজ দুই স্ট্রাইকার খেলাতে পারি। আমাদের লÿ্য একটাই। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া। এসএ গেমেসও আমরা তাদের হারিয়েছিলাম। সেখানে আক্রমণে এগিয়ে ছিলাম। ঢাকাতেও এখন তা করতে চাই।’ এরপর ফিরে যান ফিলি¯িÍন ম্যাচ প্রসঙ্গে। জানান, প্রথম ম্যাচে আমরা ফিলি¯িÍনের বিপÿে ভালো খেলেও জিততে পারিনি। বলের দখল বেশি ছিল আমাদের। তবে গোল দিতে ব্যর্থ। আজ শ্রীলঙ্কার বিপÿে ডিফেন্স লাইনকে ঠিক রেখে আক্রমণে যেতে হবে।’ প্রথম ম্যাচে ফাইনাল পাস না হওয়া সম্পর্কে এই মিডফিল্ডার জানান, ফরোয়ার্ডরা পজিশনমতো না থাকলে কিভাবে পাস সঠিক হবে।
এ দিকে শ্রীলঙ্কার কোচ পাকির আলী জানান, আজ জয়ের জন্য আমরা যেমন অল আউট খেলব, তেমনি বাংলাদেশও। ফলে উপভোগ্য ম্যাচ হবে। বাংলাদেশ অবশ্যই ভালো দল। তারা ফিলি¯িÍনের বিপÿে চমৎকার খেলেছে। যদিও জিততে পারেনি।’


বাংলাদেশ-শ্রীলঙ্কা হেড টু হেড
মোট ম্যাচ ১৬
বাংলাদেশ জয় ১০, শ্রীলঙ্কা জয় ৪, ড্র ২

বড় জয় : ২০১৬ সালে ৪-২ গোলে
সর্বশেষ জয় : ২০১৬ সালে যশোরে বঙ্গবন্ধু কাপে
বড় হার : ২০১০ সালে ৩-০ তে এএফসি চ্যালেঞ্জ কাপে
সর্বশেষ হার : ২০১৮ সালে নীলফামারীতে ফিফা প্রীতিম্যাচে

 


আরো সংবাদ



premium cement
ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু বেনাপোলে সামুদ্রিক মাছের ট্রাকে ৪৭০ কেজি চিংড়ি আটক তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, লোডশেডিং রেকর্ড ৩২০০ মেগাওয়াট

সকল