০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


হতাশা বাড়ছেই সাঁতারে

-

সাঁতারে হতাশা বাড়ছেই। এখন পর্যন্ত মিলেনি কোনো স্বর্ণপদক। ব্রোঞ্জ ও রৌপ্যও মিলছে অনেক কষ্ট করে। নেই কোনো স্বাভাবিকতা। জুনাইনার পর এবার হতাশ করেছ দেশীয় সাঁতারুরা।
গৌহাটির ড. জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সাঁতারে স্বর্ণপদক জিতেছিলেন শিলা। এক মিনিট ১৭.৮৬ সেকেন্ডে এই ইভেন্টে দক্ষিণ এশিয়ার সেরা সাঁতারুর খেতাব জেতেন তিনি। পরদিন ৫০ মিটার ব্রেস্টস্টোক ইভেন্টে নতুন রেকর্ড গড়ে আরও একটি স্বর্ণ জিতেন নৌবাহিনীর এই সাঁতারু। ব্যক্তিগত কারণে কাঠমান্ডুÑপোখরায় অনুষ্ঠিত এবারের আসরে অংশ নেননি এই স্বর্ণকন্যা। তার অনুপস্থিতে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পুলে নামেন রোমানা আক্তার ও মুক্তি খাতুন। কাল দু’জনই হতাশ করেছেন।
রোমানা আক্তার ১ দশমিক ১৮.৮৭ মিনিট সময় নিয়ে পঞ্চম হন এবং ১ দশমিক ২১.০৫ মিনিট সেকেন্ড সময় নিয়ে সপ্তম হন মুক্তি খাতুন। ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ফয়সাল আহমেদ ১৭ দশমিক ০০.৩৩ মিনিট সময় নিয়ে এবং মেয়েদের ৪০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে জুনাইনা আহমেদ ৫ দশমিক ২৫.২৩ মিনিট সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
২০০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল আহমেদ ২ দশমিক ১৬.৩০ মিনিট সময় নিয়ে পঞ্চম একং এই ইভেন্টের মেয়েদের বিভাগে সুরাইয়া আক্তার ২ দশমিক ৩৮.৭৬ মিনিট সময় নিয়ে পঞ্চম হন ও ষষ্ঠ নাইমা আক্তারের টাইমিং ২ দশমিক ৪৩.১৭ মিনিট। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলাম ১ দশমিক ০২.৯৫ মিনিট সময় নিয়ে চতুর্থ হন। সুকুমার রাজ হন পঞ্চম (১ দশমিক ০৭.১২ মিনিট)। ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা ২৩ দশমিক ০৪ সেকেন্ড সময় চতুর্থ এবং মাহফিজুর রহমান সাগর (২৩ দশমিক ৭৮) পঞ্চম হন।

 


আরো সংবাদ



premium cement
সত্যজিৎ রায়ের আলোচিত ৫ চলচ্চিত্র ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ জন নিহত মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ গাছ লাগানোর উপযুক্ত সময়, স্থান ও প্রজাতি যশোরের শার্শায় বোরো ধানের বাম্পার ফলন যুদ্ধের খবর সংগ্রহের পাশাপাশি বিবিসির গাজা প্রতিনিধির টিকে থাকার লড়াই রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে : যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা

সকল