০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ভারতের দর্প চূর্ণ করতে চায় নেপাল

-

মহিলা সাফ মানেই চ্যাম্পিয়ন ভারত। চার আসরের প্রতিটিতেই শিরোপা জয়ী। তারা এই টুর্নামেন্টে এখনো অপরাজিত। গত ২২ ম্যাচের ২১টিতেই জয়। একমাত্র ড্র বাংলাদেশের সাথে ২০১৬ সালে গ্রুপ ম্যাচ। সেই ভারত আজ পঞ্চম সাফের ফাইনালে মুখোমুখি হচ্ছে নেপালের। নেপাল সাফের তিন আসরের রানার্সআপ। কাল ভারতের কোচ মায়মল রকি সংবাদ সম্মেলনে জানান, ‘নেপাল অবশ্যই শক্তিশালী দল। তারা স্বাগতিক। তবে আমরা এসেছি টানা পাঁচবারের মতো শিরোপা জিততে।’ অন্য দিকে নেপালের কোচ হরি খাড়কা বললেন, ‘এবার নেপালের পালা সাফে চ্যাম্পিয়ন হওয়া। এটা আমাদের মাঠে খেলা। তাই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’ উল্লেখ্য, গত সাফের সেমিতে ভারত ৩-১ গোলে হারিয়েছিল নেপালকে।
হরি খাড়কার এই আত্মবিশ্বাসের নেপথ্য, ‘আমরা এখন আর আগের মতো ভয় পাই না ভারতকে। সর্বশেষ দুই মোকাবেলায় আমাদেরই দাপট। অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের মাটিতে ১-১-এ ড্র করেছি এবং হিরো কাপে ভারতের মাটিতেই তাদেরকে ২-১ গোলে পরাজিত করেছি। সুতরাং এবার সাফের ফাইনালে আমরা হারাবই ভারতকে।’ তার মতে, ‘ভারতের উইং অ্যাটাক খুব শক্তিশালী।’ এই প্রথম নেপালের মাঠে সাক্ষাৎ এই দুই দেশের। ভারতীয় কোচ অবশ্য এটাকে কোনো সমস্যা মনে করছেন না। জানান, আমরা বিদেশের মাটিতে জিতে অভ্যস্ত।

 


আরো সংবাদ



premium cement