০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


তিন নম্বরে রিয়াল মাদ্রিদ

-

অল্পের জন্য রক্ষা রিয়াল মাদ্রিদের। নিশ্চিত ড্রয়ের দিকে এগোতে থাকা খেলায় দলটির ত্রাতার ভূমিকায় ব্রাজিলীয় মধ্যমাঠের দুই সুপারস্টার কাসেমিরো-মডরিচ। নির্ধারিত সময়ের শেষ ১২ মিনিটের দৃশ্যপটে স্বাগতিকদের দুই প্লে- মেকার। তাদের দুইজনের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে শেষ পর্যন্ত বিফলে গেছে সেভিয়ার লড়াকু পারফরম্যান্স। সফরকারীদের বিপক্ষে প্রতিশোধের স্বপ্নপূরণের সাফল্য পয়েন্ট টেবিলের ৩ নম্বরে ওঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত লা লিগার আলোচিত খেলার বেশির ভাগ সময় লড়াকু নৈপুণ্য প্রদর্শনের পরও পরাজয়ের দুঃস্বপ্ন হজমের ফাঁদে সেভিয়া। শেষ ১২ মিনিট দলটির রক্ষণভাগে একক আধিপত্য বিস্তার এক্সফ্যাক্টর ভূমিকা রেখেছে রিয়াল মাদ্রিদের স্বস্তির জয়োৎসবে। স্বাগতিকদের কাছে ২-০ গোলের পরাজয় নিশ্চিত করেছে সেভিয়ার পয়েন্ট টেবিলের অবনমনও। নতুন মওসুমের শুরুতে চমক দেখানো দলটি নেমে গেছে চতুর্থস্থানে। তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট।
বার্নাবুতে সেভিয়ার বিপক্ষে টানা দশম জয়ে রিয়াল মাদ্রিদ ওঠে এসেছে লা লিগার তিন নম্বরে। ২০ খেলা শেষে ৩৬ পয়েন্ট সংগ্রহ ইউরোপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের। রিয়াল বেটিসের কাছে হারের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জে ঘাম ঝরল রিয়াল মাদ্রিদের। মওসুমের সূচনায় সেভিয়া সফরে লজ্জাজনক হারের প্রতিশোধে মরিয়া স্বাগতিকদের প্রথম ৪৫ মিনিটের নৈপুণ্য চরম হতাশায় ফেলে দেয় ভক্তদের। গোলশূন্য প্রধমার্ধের সমাপ্তির পর স্বাগতিকদের ¯œায়ুচাপ আরো বেড়ে যায় দ্বিতীয় ৪৫ মিনিটের শুরুতেই। তারা লিড বঞ্চিত ক্রসবার বাধায়। ভাজকুয়েজ ও সেবাওসের গোলের উচ্ছ্বাসে বাদ দেয় ক্রসবার।
বেটিসের বিপক্ষে হতাশাজনক নৈপুণ্যের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে মরিয়া রিয়াল মাদ্রিদকে বাঁচাতে শেষ পর্যন্ত এগিয়ে আসেন কাসেমিরো। ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার বুলেট গতির শটের গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের। ৭৮ মিনিটে আচমকা গোল হজমে হতাশ সেভিয়ার জালে দ্বিতীয়বারের মতো বল প্রবেশ করিয়ে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন মডরিচ। স্পেনের ক্লাবটির ক্যারিয়ারের প্রথমবারের মতো পর পর দুইম্যাচের গোলটি তিনি আদায় করেন ইনজুরি টাইমে। লা লিগার ২৮৪ খেলায় ক্রোয়েট তারকা ওই কৃতিত্বের দেখা পেয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অপারেশন’ করতেন মিল্টন সমাদ্দার : হারুন প্রধানমন্ত্রীর সাথে নারী ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সকল